বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
আরও এক মেসোপটেমিয়া, ব্যাবিলন
অথবা অতিদূর ইংকা বিচ্ছুরিত
বক্রগতি আলোকরশ্মি , আইনস্টাইন ,
অবশ্যম্ভাবী সিঙ্গুলারিটি ,
কিংবা নক্সীকাটা কাঁথায়
সম্ভোগকামী স্থান ও কাল –
মুহূর্ত নয় , পল নয় , অনুপল নয় ,
আরও সূক্ষ্ম সময়সীমায়
মহাকাশের কেশদামে মৃত্যুর প্রলয় –
আরও এক বিশ্বের প্রতীক্ষায়
গাঁথা মুন্ডমালা , হকিং, এসব কিছুই
কল্পনা- সময় ,
আলোকগ্রাসী অন্ধকূপ ,
নক্সীকাটা কাঁথা –
শরীরে শরীর , জাঁকালো ওম !
অথচ ভোর হলে জাগে ,
কোলাহল, পরিত্যক্ত খোলস , ডিমের খোলা
স্বার্থ – অন্বেষী আবর্জনার ঢল –
সরীসৃপ উত্তরাধিকার যত , তীব্র শানিত বিষ
অন্তর্গত মস্তিষ্কের ভিতর !
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..