দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
আরও এক মেসোপটেমিয়া, ব্যাবিলন
অথবা অতিদূর ইংকা বিচ্ছুরিত
বক্রগতি আলোকরশ্মি , আইনস্টাইন ,
অবশ্যম্ভাবী সিঙ্গুলারিটি ,
কিংবা নক্সীকাটা কাঁথায়
সম্ভোগকামী স্থান ও কাল –
মুহূর্ত নয় , পল নয় , অনুপল নয় ,
আরও সূক্ষ্ম সময়সীমায়
মহাকাশের কেশদামে মৃত্যুর প্রলয় –
আরও এক বিশ্বের প্রতীক্ষায়
গাঁথা মুন্ডমালা , হকিং, এসব কিছুই
কল্পনা- সময় ,
আলোকগ্রাসী অন্ধকূপ ,
নক্সীকাটা কাঁথা –
শরীরে শরীর , জাঁকালো ওম !
অথচ ভোর হলে জাগে ,
কোলাহল, পরিত্যক্ত খোলস , ডিমের খোলা
স্বার্থ – অন্বেষী আবর্জনার ঢল –
সরীসৃপ উত্তরাধিকার যত , তীব্র শানিত বিষ
অন্তর্গত মস্তিষ্কের ভিতর !
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..