স্তুতি

কাকন রেজা
কবিতা
Bengali
স্তুতি

স্তুতি

প্রশংসা শুনেছো অনেক, রূপের বর্ণনা, শরীর
জানো তো সবার লক্ষ্য স্থির

প্রশংসা শুনেছো কবিতার, পাঠের আর রাতের
জানো তো লক্ষ্য অ্যায়সা বাতের

তবে কি প্রশংসা প্রবণ তুমি, স্তুতি চাও, স্তাবক
অথচ কেটেছি নিদারুণ ভুল ছক

বন্দিত হতে চাও, চেয়েছো কাঠামোতে হতে মূর্ত
আশ্চর্য, তোমাকে ভেবেছি বিমূর্ত

কতটা বোকা আমি, যাইনি গুরুকুলে স্তব শেখায়
সেই থেকে আটকে আছি দিগন্তরেখায়

 

ইরেজার 

সকল চিহ্ন সরিয়ে নাও, লেখা থেকে যতি
সমস্ত বর্ণবিন্যাস, এমনকি অক্ষর
সরিয়ে নাও ছায়া, খোদ নিজেকে

নাহলে আমাকে সরাবে কীভাবে

মুছে ফেলো কণ্ঠস্বর, আবৃত্তি এবং গান
পায়ের শব্দ, শীৎকার
রাতের শিস, ডানার আওয়াজ, ছটফটানো

নয়তো নিজেকে স্থির করবে কীভাবে

 

অন্ত্যমিল বিষয়ক ২

কখন কেটেছে সুতো বুঝি নাই
বিভ্রান্ত আমি আর অন্ত্যমিলে নাটাই

ঘুড়ি সে, কেটেছে সুতো
অন্ত্যমিল খোঁজা বাতাস পেয়েছে ছুতো

নিয়ে গেছে তাকে দূর নীলে
কাটা সুতো বিপন্ন হয়েছে অন্ত্যমিলে

কখন কেটেছে সুতো বুঝি নাই
অন্ত্যমিল খুঁজি আমি, বিভ্রান্ত নাটাই

 

কাকন রেজা। লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৮ খ্রিস্টাব্দের ৬ মার্চ, বাংলাদেশে, ঢাকার উত্তর শাহজাহানপুরে। তারুণ্যের দিনগুলো পাড়ি দিয়েছেন লেখকের নিজ জেলাশহর শেরপুরে। তাঁর বাবা মরহুম আব্দুর রেজ্জাক ছিলেন, একাধারে লেখক, সাংবাদিক ও রাজনীতিক। মা জাহানারা রেজ্জাক এক সময়ে ছিলেন...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..