প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
স্তুতি
প্রশংসা শুনেছো অনেক, রূপের বর্ণনা, শরীর
জানো তো সবার লক্ষ্য স্থির
প্রশংসা শুনেছো কবিতার, পাঠের আর রাতের
জানো তো লক্ষ্য অ্যায়সা বাতের
তবে কি প্রশংসা প্রবণ তুমি, স্তুতি চাও, স্তাবক
অথচ কেটেছি নিদারুণ ভুল ছক
বন্দিত হতে চাও, চেয়েছো কাঠামোতে হতে মূর্ত
আশ্চর্য, তোমাকে ভেবেছি বিমূর্ত
কতটা বোকা আমি, যাইনি গুরুকুলে স্তব শেখায়
সেই থেকে আটকে আছি দিগন্তরেখায়
ইরেজার
সকল চিহ্ন সরিয়ে নাও, লেখা থেকে যতি
সমস্ত বর্ণবিন্যাস, এমনকি অক্ষর
সরিয়ে নাও ছায়া, খোদ নিজেকে
নাহলে আমাকে সরাবে কীভাবে
মুছে ফেলো কণ্ঠস্বর, আবৃত্তি এবং গান
পায়ের শব্দ, শীৎকার
রাতের শিস, ডানার আওয়াজ, ছটফটানো
নয়তো নিজেকে স্থির করবে কীভাবে
অন্ত্যমিল বিষয়ক ২
কখন কেটেছে সুতো বুঝি নাই
বিভ্রান্ত আমি আর অন্ত্যমিলে নাটাই
ঘুড়ি সে, কেটেছে সুতো
অন্ত্যমিল খোঁজা বাতাস পেয়েছে ছুতো
নিয়ে গেছে তাকে দূর নীলে
কাটা সুতো বিপন্ন হয়েছে অন্ত্যমিলে
কখন কেটেছে সুতো বুঝি নাই
অন্ত্যমিল খুঁজি আমি, বিভ্রান্ত নাটাই
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..