প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
আর কতটা পথ পেরোলে বলতে পারো
পুরো সবুজ একখানি গাছ পাবো
কতটা জল ভাঙ্গলে বলতে পারো আর
গোটা একটি সমুদ্র হয়ে দাঁড়িয়ে রবো
আসলে একটি সারেঙ্গী পেতে এই ভ্রমণ
কেউ বলবে না হারানোর মিথ্যে গল্প
বলবে না কেউ উঠে যাবার কথা কখনো
সারেঙ্গীর তারে আটকে যাবে মরণ
যে সুরে বাজে আতুর ঘরের কাচা মেঝে
ফসলী জমির ঘাস জন্মানো আলপথও
সেই গানে গানে ভরে উঠুক ছায়াতল
বাঁধনের ঘাট থেকে উথলে ওঠা ক্ষত
আর কতটা পথ পেরোলে বলতে পারো
পুরো সবুজ একখানি আলপথ পাবো
কতটা জল ভাঙ্গলে বলতে পারো আর
গোটা একটি জাহাজ হয়ে ভেসে যাবো –
যে পথটি এঁকে বেঁকে গেছে নদী হয়ে
তার ঘাটে বেঁধে রাখতে চাই বৈঠা যত্নে
দেখো আকাশে এখন শুক্লা দ্বাদশী ভোর
সকালে যে সূর্য উঠবে
সেও খানিকটা হেলে থাকবে
মকরের দিকে
দিন ছোট হতে হতে মস্তিষ্কে গুঁজে দিচ্ছে সময় ফুরনোর ব্যথা
তোমার প্যান্টির রং আমি জানি না
জানি না তোমার কাঁচুলির মাপ
তুমি স্তন দেখালে
আমি আইসক্রিম খুঁজে পাই
আমি শুধু তোমার মনের মাপটা জেনে ফেলেছি !
আমার হাঁটতে মন নেই
এক জলবিন্দুতে থিতু হয়ে ঘূর্ণির পাকে দুলতে চাই
যে চারাটি মহীরুহ হয়ে উঠছে
তার ডাল ধরে ঝুলে ডিঙ্গিতে
খেলতে চাই শাখামৃগের মতো
তোমার মনের ভেতর যে কাঠ পাতা থরে থরে
আমি সেখানে শুয়ে আগুনের স্বপ্ন কথা বুনতে দেখতে চাই ।
ভাতের থালায় স্পর্শকাতর একখানি কাঁকর মেখে নিয়েছিলাম
ডাল মেখে দেখলাম সে একা
ঝোলে চুবিয়েও তাকে মেশানো সহজ হল না
ভালোবেসে পাতে এসেছে বলে ফেলতে পারি নি
তুলে নিয়েছি জিভে
তারপর থেকে গলাটা চোক্ড
বিনিদ্র নিশা সারারাত স্পর্শকাতর হয়ে রইল !
তখন তোমার পাহাড়ী ঝোরার মত উচ্ছ্বাস
ঢেউ তুলে খাদ করেছো গভীর
সমতলে এসে এপার ওপার ব্যবধান ফেলেছো বাড়িয়ে
উচ্ছ্বাস হয়েছে স্তিমিত
শান্ত হয়েছে ঢেউ অনেকটাই
মাঝখানে চর জন্মে গেছে
বেড়েছে বসতসংখ্যা
যখন দেখা হল , এপারে ছুঁল ওপারের ঠোঁট
অনেক স্থিতধী নদী তখন
গতিহীন তরঙ্গহীন শীতলপ্রদেশী
ভালোবাসা এসে মিশে গেল
মোহনার মুখে গোপন সময় !
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..