প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পুড়েও পুড়তে পারিনি
তবু আগুন নাম দিলে?
তারপরও আকাশের মতো নীরব কেন?
তুমি কি কবি?
তোমার সাথেই কি প্রথম কবিতা সংকলন?
নাম তো জানা হয়নি
গেথে আছি একটা বইয়ে …
আশ্চর্য মিল তোমার আমার
অব্যক্ত কথা বহন করার
হয়তো মোহোনা পর্যন্ত…
হাঁটতে হাঁটতে বিকেলটার বয়স বেড়ে গেল
এবার ফিরলে কি বিকেলটাও ফিরবে
পুরোনো সময়, অদ্ভূত ভাবনা
স্যাটেলাইটে অন্য পৃথিবী
এখান থেকে অগনিত ঘর দেখা যায়
সব ঘর কেন বসন্তের মানে জানে না?
বোবা জীবন, বৃষ্টি নামেনি
শুধু ধারাপাত নেমে এসেছে।
এরপরও কিছু সন্ধ্যা…
কিছু বাক্য শোনার বাকি
জীবন নেই, হারিয়ে গেছে শব্দের ঘর
বই বাহিক জীবন তবু গুছিয়ে নিতে হয়
তারপর তো বাক্য…
এখন স্বপ্নটাই বাস্তবের খবর এনে দেয়
এশিয়ান হাইওয়েতে এখনও সেদিনের কেউ হাঁটে
শুধু আমার হেঁটে যাওয়াটা প্রশ্ন
নিজস্ব কোনো পাতাল ঘর রেখে আসিনি
অথচ স্বর্গের স্বপ্ন
জীবিত প্রদীপ উঠোনে নির্লিপ্ত হাঁসে
ও জানে স্বপ্ন থেকে বাস্তবের দূরত্ব
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..