আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
স্ববিরোধ: একটা স্পিরিচুয়াল সেক্সটেল
এই যে বিপন্ন মাহুতগুলোকে ধরে এনে ক্রোমোজোম জোড়
মেলানোর চেষ্টা করছে কিংকর্তব্যবিমূঢ় পটু হাতের হাপর
ডিজিটাল ক্যামেরায় বেঁধে দেওয়া হচ্ছে ঘাতক প্রশ্নমালা ~
হতাশার জঙ্গল পেরিয়ে মৌন মাল্টিপ্লেক্স অথবা
আদর ও স্তালিন বিষয়ক ভয়
কোনোকিছুই আমায় পেয়ারা পাতার আত্মকথা শোনাতে পারেনি
ঘাড়সংলগ্ন ছলিদাগ মুছতে পারেনি কোনো মাইকালাল!
এই কস্তুরীরং শহরে স্নানঘর বলে কিছু হয় না
তবু তো কবিতার বই ছাপা হয় এখান থেকেই চিরকাল
[ এই অমৃত তোমার ছায়া, এই মৃত্যুও তোমারই ছায়া….]
নানান জাতের পাখির জন্য একটা ঢিল যথেষ্ট নয় জানি
তবু তো নজরবন্দি কাচের জুলুজুলু চোখ আমাকে
বানাতে পারেনি কোনো কাকতাড়ুয়ার ঋষি
কিন্তু নির্বিকার দাঁড়িয়ে থাকা কামনাবাসনা
যেভাবে গাছের প্রতিটি শাখায় গভীর আপন ছিল/আছে
সেরকম জিরাফ হলে তুমি চাটতে পারতে আমায়
আমি তো রাহু হয়ে যাবার ইচ্ছা মাখি সারারাত ~ তোমাকে
গ্রাস তোমাকে নিশ্বাস তোমাকে বিশ্বাস
এক বীর্যপতনে রাজধানী ছেঁড়ে পালাবার পথ কম; অর্থাৎ
[ প্রাণই মৃত্যু, প্রাণই বেদনা ~ এক সম্ভবনাময় পালাবদল। ]
তুমি এখনও তেমনি সবুজ আছো নিবিড় অন্তড়ালে।
উপজাত কাম, ক্রোধ — সব পেনসনভোগী আজকাল ভিড়ে
চান্দ্রমাসের হিসেব দেয় না; যেন স্বপ্নের মধ্যে কেউ চালায় অসি
অসম্ভব হালকা কিছু তোরঙ্গের খোঁজে হন্যে
সেইসব চোখের জল সেইসব বেআব্রু ইস্পাত
এইভাবে ধারণ করেও চলে যাও কীভাবে
ছোট ছোট আগুনমুখা হারমোনিয়াম ~ সংগমদৃশ্যে বাজো
[ নমস্কার! হে বিদায়ী প্রাণ! নমস্কার! আমার আগত প্রাণ! ]
এভাবে বাজতেই থাকো শঙ্খচিলের প্রকোষ্ঠে
সবুজাভ উদভ্রান্ত দূর শহরের রেডিও শোনাও যাকে
তার কাঁখে কানা কলসির মতো চাঁদ চেয়ে থাকে
ধর্মের ঘট স্টেশনান্তরে হ্যাজাকের আলো – এদিকে ধরো
প্লাস্টিকে ওড়ে চাঁদের আলোর সিনেমা – দেখছি, দ্যাখো
আমাকে বিদ্ধস্ত করেও ফিরে যায়নি উগ্রবাদী স্বয়ম্বর
~ এরা ধ্বজাধারী মাকড়সার জাল
এই সমস্ত রং আমরা বুঝি; তবুও
[ যা চলে গ্যাছে তা প্রাণেই আছে # আমার প্রাণের মানুষ;
যা আসবে যা আসছে তাও প্রাণের মধ্যেই রয়েছে। ]
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..