শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুদ্ধিজীবীর ছদ্মবেশে
মহল্লায় মহল্লায় টং দোকান বসে
বুদ্ধিজীবীর ছদ্মবেশে
আমাদের আনন্দ-বেদনা
ক্ষোভ, ক্রোধ, ঘৃণা
তুমুল হাত নেড়ে নেড়ে
শানিত কন্ঠস্বরে
জগদ্দলের মত হেঁটে যায়
অথচ মেধায় তখন
বাহবার কূটনীতি
ঝাঁঝালো দিনরাত্রি –
অগ্নিসংযোগের পরিণতি
স্মৃতিচিত্র
দৃষ্টিতে অনিশ্চয়তা ঢাকে,
নিস্পৃহতার আলো জ্বলে মেধায়
বিষাদের বর্ষণে ভেজে শহর
স্মৃতিচিত্রের বর্ণচ্ছটায়
মাল্টিস্টোরেড ঘৃণা
কতদিন নীলিমা দেখি না
মাল্টিস্টোরেড ঘৃণা
ধীরে ধীরে শহরটা খেয়ে ফেলে
গবাক্ষ চারিণীর আঁচলে
ভালোবাসার ব্যাকরণ
পর্দায় ঢাকা ঘরের মতন
ক্রমাগত ক্রমাগত আত্মবিসর্জন
মাতালের মায়াবী জগতে
উদভ্রান্তের মত দৌড়ায়
ভদ্রপাড়ার ফুটপাতে
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..