প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
বুদ্ধিজীবীর ছদ্মবেশে
মহল্লায় মহল্লায় টং দোকান বসে
বুদ্ধিজীবীর ছদ্মবেশে
আমাদের আনন্দ-বেদনা
ক্ষোভ, ক্রোধ, ঘৃণা
তুমুল হাত নেড়ে নেড়ে
শানিত কন্ঠস্বরে
জগদ্দলের মত হেঁটে যায়
অথচ মেধায় তখন
বাহবার কূটনীতি
ঝাঁঝালো দিনরাত্রি –
অগ্নিসংযোগের পরিণতি
স্মৃতিচিত্র
দৃষ্টিতে অনিশ্চয়তা ঢাকে,
নিস্পৃহতার আলো জ্বলে মেধায়
বিষাদের বর্ষণে ভেজে শহর
স্মৃতিচিত্রের বর্ণচ্ছটায়
মাল্টিস্টোরেড ঘৃণা
কতদিন নীলিমা দেখি না
মাল্টিস্টোরেড ঘৃণা
ধীরে ধীরে শহরটা খেয়ে ফেলে
গবাক্ষ চারিণীর আঁচলে
ভালোবাসার ব্যাকরণ
পর্দায় ঢাকা ঘরের মতন
ক্রমাগত ক্রমাগত আত্মবিসর্জন
মাতালের মায়াবী জগতে
উদভ্রান্তের মত দৌড়ায়
ভদ্রপাড়ার ফুটপাতে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..