স্মৃতির আঙিনায় 

সুমিতা চৌধুরী
কবিতা
Bengali
স্মৃতির আঙিনায় 
স্মৃতির আঙিনায় 
মনের মাঝে জমা চুপকথাদের ভিড়,
তারই মাঝে স্মৃতি আপন পানসি বায়।
সহসা হাজার ভিড়ের মাঝেও একলা হই,
মন যেন পিছুটানে কোথায় ধায়!
শব্দেরা যেখানে হয়ে যায় নদী,
কলকল্লোলে বয়ে চলে অবিরাম।
কথা সব যেন গান হয়ে ভাসে,
খোলে গোপনে রাখা হৃদয়ের খাম।
নীল জোছনায় হয় মাখামাখি,
কথা সুরের সোহাগেতে।
পানসি এসে দাঁড়ায় চুপ করে সেখানে,
স্মৃতির নীরব আলাপেতে।
মন তখন যেন দিগন্ত ছোঁয়,
রামধনু রঙে খেলে আবীর।
দূর থেকে তারে দেখি নিরালায়,
চুপকথারাও যে আর নেই স্থবির।
খোঁজ 
মন আজ যেন ভাবে বসে কার কথা,
কার তরে যেন এই মনে জাগে ব্যথা!
বসে রই কেন জানি সব কাজ ফেলে,
এই ভাবে কতো দিন যায় শুধু চলে!
মুখখানি মনে করে চোখে আসে জল,
কেন করে মোর মন এই মিছে ছল?
স্মৃতি সব ঝড় তোলে বুকে কেন জানি!
ধীরে ধীরে ফুটে ওঠে পূর্ণ ছবিখানি।
সুখ দুখ হাসি খেলা নিয়ে বাঁধা ঘর,
কার লাগি হয়ে গেল চির তরে পর!
কতো কথা মনে পড়ে শেষ বেলা এসে,
মন তরী কোথা যায় আজ ভেসে ভেসে।
খুঁজে ফেরে বুঝি তার সেই চেনা মুখ,
যার কাছে রাখা ছিল মন ভরা সুখ।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..