প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
হতচকিত
এভাবেই বেঁচে থাকা
গোলকধাঁধার মত আঁকাবাঁকা
খানাখন্দ পথ- ঠিকানা বিহীন
নিরুপায় নিরুদ্বিগ্নতায় বিলীন
এভাবেই বেড়ে উঠে
বিয়োগের ব্যথাদীর্ণ ঠোঁটে
ক্রমাগত হাত-পা ছুড়ে ছুড়ে
লক্ষ্যহীন একাকী পুড়ে
বিচ্ছিন্নতার মোড়ে মোড়ে
বিব্রত বিস্ময়ের তোড়ে
আহা- নির্জন সেই সব অভিমান
দ্বিধা-দ্বন্দ্বের সমান
মেঘে মেঘে উড়ে যাওয়া জীবন
রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে
হতচকিত কিশোরীর মতন
বেঁচে-থাকাময়
এ ক্লান্ত-ব্যর্থ সময়ের ভেতরে
তবু কেউ কেউ
ফিসফিস ডাকে
মননে-অন্তরে
তাকিয়ে রয়
নিরন্ধ্র বেঁচে-থাকাময়
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..