দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
হতচকিত
এভাবেই বেঁচে থাকা
গোলকধাঁধার মত আঁকাবাঁকা
খানাখন্দ পথ- ঠিকানা বিহীন
নিরুপায় নিরুদ্বিগ্নতায় বিলীন
এভাবেই বেড়ে উঠে
বিয়োগের ব্যথাদীর্ণ ঠোঁটে
ক্রমাগত হাত-পা ছুড়ে ছুড়ে
লক্ষ্যহীন একাকী পুড়ে
বিচ্ছিন্নতার মোড়ে মোড়ে
বিব্রত বিস্ময়ের তোড়ে
আহা- নির্জন সেই সব অভিমান
দ্বিধা-দ্বন্দ্বের সমান
মেঘে মেঘে উড়ে যাওয়া জীবন
রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে
হতচকিত কিশোরীর মতন
বেঁচে-থাকাময়
এ ক্লান্ত-ব্যর্থ সময়ের ভেতরে
তবু কেউ কেউ
ফিসফিস ডাকে
মননে-অন্তরে
তাকিয়ে রয়
নিরন্ধ্র বেঁচে-থাকাময়
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..