আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
হয়তো একদিন
অস্তিত্বে খুঁজে আত্মপরিচয়
নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন
ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ
কতোদিন কেটেছে নির্ঘুম রজনী
আবছা আলোয় মলিন মুখচ্ছবি তোমার
বুকের পাঁজর থেকে নেমেছে নিঃশ্বাস
একটু একটু যন্ত্রণাতে কাতর স্বরে বলে
কখনো কি অনুভব করেছ হৃদয়ের স্পন্দন
তোমার স্পর্শে রঙিন স্বপ্নের প্রজাপতি
অসময়ে কলি হয়ে ঝরে যায় অনাদরে
দখিনা পবনে ঝড়ো হাওয়ায় উড়ে মেঘ
শুধু আমার আকাশে বিনা মেঘে বজ্রপাত
আমি আর কেঁদে ভাসাবো না দু’নয়ন
সুখ বুঝি নাহি জুটে আমার ভালে
মিথ্যে মায়ার বন্ধনে জড়িয়ে কী হবে
একদিন হয়তো হবে ভুলের অবসান
নিজের মনের উপলব্ধিতে খুঁজবে আমায়
দেখবে হয়তো অন্য নীড়ে হয়েছে আমার ঠাঁই।
অজুহাতে তখন প্রশ্নবাণে করো না আমায় জর্জরিত
অন্তিম বিদায় লগ্নে এ মোর প্রার্থনা।
আমি জানতাম না চব্বিশের জুলাইটা এত দীর্ঘ হবে, আমি জানতাম না, অগাস্টকেও রাহুর মত গ্রাস…..
অভিশাপ মেঘের ভেলায় নিঃশ্বাসে ক্লান্তির ছাপ সবুজের নীড়ে আপন ঠিকানার খোঁজ এক ফালি সুখের নেশায়…..
পাখি দম্পতি পাখি গিয়েছিল কতদূর বনে তা কারো নেই জানা। ঠোঁটে ধরা লাল টুকটুকে ফল…..
তারা যেমন বলে, চোখে ধুলো দিলে থেমে যাবে আমার কাব্যময়তা অথচ আমি প্রামান্য দলিলের নই…..