প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
হয়তো একদিন
অস্তিত্বে খুঁজে আত্মপরিচয়
নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন
ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ
কতোদিন কেটেছে নির্ঘুম রজনী
আবছা আলোয় মলিন মুখচ্ছবি তোমার
বুকের পাঁজর থেকে নেমেছে নিঃশ্বাস
একটু একটু যন্ত্রণাতে কাতর স্বরে বলে
কখনো কি অনুভব করেছ হৃদয়ের স্পন্দন
তোমার স্পর্শে রঙিন স্বপ্নের প্রজাপতি
অসময়ে কলি হয়ে ঝরে যায় অনাদরে
দখিনা পবনে ঝড়ো হাওয়ায় উড়ে মেঘ
শুধু আমার আকাশে বিনা মেঘে বজ্রপাত
আমি আর কেঁদে ভাসাবো না দু’নয়ন
সুখ বুঝি নাহি জুটে আমার ভালে
মিথ্যে মায়ার বন্ধনে জড়িয়ে কী হবে
একদিন হয়তো হবে ভুলের অবসান
নিজের মনের উপলব্ধিতে খুঁজবে আমায়
দেখবে হয়তো অন্য নীড়ে হয়েছে আমার ঠাঁই।
অজুহাতে তখন প্রশ্নবাণে করো না আমায় জর্জরিত
অন্তিম বিদায় লগ্নে এ মোর প্রার্থনা।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..