বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
পাঁচমাথায় দাঁড়িয়ে ছেলেটি
মেয়েটির দিকে আঙুল তুলে বললো-
“তোমার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে
তোমাকে আমি সহজে ছাড়ছি না”
অনেক ক্ষতির পরেও
ছেলেটি এখনও মেয়েটির সামনে দাঁড়িয়ে
তাই যা গেছে তা প্রধান নয়
জীবনের চারপাশে এমনই যা অলংকারের মতো থাকে
ছেলেমেয়ে দুটোর পাশ দিয়ে এসে
হাত দশেক দূরে আমি দাঁড়িয়ে গেছি
ছেলেটি মেয়েটির দিকে আরও দু’বার আঙুল তুলল
তারপর দু’জনে দু’দিকে চলে গেল
ছেলেটির শরীর থেকে ঝরে যাক আরও অলংকার
ছেলেটি যেন সত্যিই মেয়েটিকে না ছাড়ে
ওদের দুজনের আবার দেখা হোক।
“ভালো লাগছে না”
আর কতদিন বলা যাবে জানি না
এবার অনিয়মে গেলেই
চোখে উঠে আসবে সারি সারি কঠিন মুখ
তাদের মুখের রেখাতেই লেখা থাকবে
সরল সমাধান
অথবা তাদের মুখেতেই আঁকা থাকবে গলিপথ
কখনও কখনও সেই গলি
আরও আরও শাখায় ভাগ হয়ে যাবে
অথবা উড়ে আসতে পারে
কোনো মিষ্ট বাক্য
তখন দু’হাত ছড়িয়ে দাঁড়াব
চিরকালের জন্য ভালো লেগে যাবে সবকিছু ।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..