হল্লা বোল

অভিজিৎ হাজরা
কবিতা
Bengali
হল্লা বোল

মাদকতা

আবারও চোখের পরে ভেসে উঠলো —-
হারিয়ে যাওয়া সেই দু-খানি চোখ ।
যে চোখের গভীরতায় খুঁজেছি নিজেকে ,
যে চোখের মণিতে দেখতে চেয়েছি নিজেকে ,
হ্যাঁ স্পষ্ট মনে পড়ে — ঐ চোখের ভাষা
একবার তাকিয়েই বুঝতাম কী বলতে চাই !
অনেক কথা হয়েছিল ঐ চোখের ইশারায়
দুই ব্যালকনির মাঝে অপলকে দাঁড়িয়ে ,
বৃষ্টি মুখর অলস বেলায় একটু ঝাপসা দেখাতো
রিমঝিম মৌন মুখর বৃষ্টি অনেক কথা বলতো ।
সেই পরিচিত চোখ দুখানি হঠাৎ দৃষ্টি পাল্টালো
আমার চোখে সমুদ্রের সে গভীরতা ছিল না ,
বেকারত্বের যন্ত্রণায় গাছের কোটর দুখানি চোখ
সেদিন শ্যাম রাখি না কুল রাখি — কঠিন যন্ত্রণা ।
হঠাৎ আবছা হতে হতে সেই চোখ দুটো
একেবারে কোথায় যেন মিলিয়ে গেল ——–
রাত্রিতে মাঝে মাঝে স্বপ্নে কথা হতো ওদের সাথে ,
আজ আমার সামনে সেই একই দুখানি চোখ
হ্যাঁ আজ‌ও ওরা কিছু বলতে চায় —–
দুচোখের ভাষা আমায় আবার ভাবুক করলো ,
আমি ঠিকঠাক পড়ছি তো ওদের ভাষা !
চোখ দুটি আজ‌ও আমায় হাতছানি দেয় ।

 

হল্লা বোল

আরেকটু কাল বাঁচার আশায়
বাঁচি , মরণ বুকে নিয়ে !
বাঁচার স্বপ্ন দেখার আশায়
তোরা আর থাকিস নে ঘুমিয়ে ।
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
জ্বলন্ত এই চুল্লিতে দে একটু হাওয়া
গনগনে আঁচ করুক সব গ্ৰাস ,
হিসেব নিকেষ কীসের চাওয়া পাওয়া ?
শিশুর চোখে ভাসছে শুধুই সন্ত্রাস !
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
প্রতিদিন বারুদের গন্ধ মেখে
এ অভাগা দেশে জন্ম নেয় শিশু
আদর্শ এখানে ধরাশায়ী রক্ত মেখে
গাছে ঝোলে নিথর , প্রতিবাদী যিশু
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
ডিগ্রিধারী বেকারত্ব লাইনে দাঁড়িয়ে
হতাশা ক্লিষ্ট যন্ত্রণায় জীবন
পাঁচ বছরে প্রতিশ্রুতিরা গেছে গায়েব হয়ে
নীরবতায় দেখি প্রিয়জনের মরণ ।
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
গণতন্ত্র আজ একটা যন্ত্র
ফন্দিবাজ আর ধান্দাবাজে ভরা ,
না আওড়ালে শেখানো মন্ত্র
নামের উপর চন্দ্রবিন্দু — তুমি মরা ।
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
মরতে তোমায় হবেই একদিন
জরা,ব্যাধি, মহামারী বা বারুদে পুড়ে ,
দেখতে হবে সংস্কৃতি হচ্ছে বিলীন
পাল্টা নীতির যাঁতাকলে পড়ে ।
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।
না বদলা চাইনা , না বদল চাই না
শব্দগুলো শুনলেই গা ঘ্যানঘ্যান করে ,
ভণ্ডের দল দূর হটাও — আমরা চাই না
দেশ গড়ব সবার মতো করে ।
দু’হাত মুঠো করে ,
এবার — হল্লা বোল ।

 

রক্তে লেখা দলিল

রক্ত দিয়ে লেখা হয় সভ্যতার ইতিহাস
যুগ যুগ ধরে বরাবরের প্রথা —-
যুগান্তর ঘটে রক্তঝরা সংগ্ৰামে
রক্ত দিয়েই লেখা হয় সভ্যতার দলিল ।
তবে সব রক্ত সমান হয় না !
যে রক্ত টগবগ করে দৌড়ায় ,
যে রক্তের প্রতি বিন্দুতে স্বপ্নমাখা ,
যে রক্তে আছে দৃঢ় আত্মবিশ্বাস ,
যে রক্তের রঙ প্রভাতী সূর্য ,
সেই রক্তেই মজবুত হয় সভ্যতার ভিত ।
যতো রক্ত ঝরেছে ——
মাপলে একটা বঙ্গোপসাগর হতো ,
কিছু রক্তক্ষরণ ব্যার্থতার গ্লানি মাখা ,
কিছু রক্তক্ষরণ পরেছে বিজয়মাল্য ,
কিছু রক্তক্ষরণ যুগিয়েছে ভরসা ,
কিছু রক্তক্ষরণে পৃথিবী বেগবতী ।
এখনো ঝরছে রক্ত ——
ভবিষ্যতে ও ঝরবে রক্ষার সাধ্য কার ?
বিপ্লব মানেই তো পরিবর্তন ,
পরিবর্তন বরাবরই আসে রক্তের বিনিময়ে ,
রক্তে লেখা হয় সভ্যতার ইতিহাস ,
ইতিহাস যে চিরকাল অমলিন ।

 

অপেক্ষার প্রহর

বিকেলের কনে দেখা আলোয় গা ভিজিয়ে
বসে আছি ভুবনডাঙার খোলা মাঠে
সায়ন্তিকা তোমায় একটু দেখার অপেক্ষায় ।
দেখতে দেখতে সাঁঝবাতিরা জ্বলে উঠলো
জ্যোৎস্না পোকারা — রচলো আলোর বাসর
অলস বেলায় একলা আমি তোমার প্রতীক্ষায় ।
মিলিয়ে গেছে দোয়েল পাখি ছাতিম গাছের ফাঁকে
হারিয়ে গেছে আমার ক্লান্ত সময় চাঁদের আলো মেখে
বসে আছি দূর আকাশের সন্ধ্যাতারা ছোঁয়ার বাসনায় ।
নিঝুম রাতে বিষন্নতার সুর গিটারের তারে ……
মালকোষ রাগে ঝরে পড়ে বিরহের ইস্তাহার
বুকের মাঝে দগ্ধক্ষরণ — অশ্রু হয়ে মুক্ত ঝরে
বিনিদ্র রাতে তোমার স্মৃতি স্বপ্ন হয়ে ঘুমিয়ে যায় ।
অপেক্ষারা প্রহর গুনছে ঘোসলায় বসে
স্বপ্নেরা আজ হিমেল পরশে মেঘ হয়ে গেছে
শিশিরে সিক্ত হয়ে আমি প্রেমের কাব্য সাজায় ।
সায়ন্তিকা — এখনো তোমার অপেক্ষায় …….
ঝরা পাতার কান্নার রোল – আমাকে উদাসী করে
ভুলে যায় দিনক্ষণ — হারিয়ে যায় সময় ।
কোকিলের কুহুতান নিয়ে আসে মায়াবী বিকেল
প্রখর তপন তাপে –শুকায় আমার মাঠের ফসল
মন পাখিটা শিকল ছিঁড়ে পালিয়ে যায় ।
সায়ন্তিকা মনের আজ ভীষণ জ্বর ……
মন যে পোড়ে দারুন নির্মম দহন চিতায়
আজ ও আমি বসে আছি তোমার অপেক্ষায় ।
সায়ন্তিকা তোমায় ভেবে ভেবে…
আমি হাঁটতে পারি ক্লান্ত অবসন্ন শরীরে দীর্ঘ পথ
তুমি দাঁড়িয়ে থেকো চাঁদের পাহাড় চূড়ায় ।

অভিজিৎ হাজরা। জন্ম ১৯৮৮ খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের শান্তি নিকেতনে।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..