হাইব্রিড বসন্ত ও অন্যান্য

নীলিমা দেব
কবিতা
Bengali
হাইব্রিড বসন্ত ও অন্যান্য

বসন্ত

এক.

ঘুরে ঘুরে নদী ঘরে
আনত বারান্দায় সিলভার হাতে চাঁদের মাংস
যদি ছড়িয়ে যেতো রাত…

দুই. 

জানালা অব্ধি জলের ঘ্রাণ
ভুলে যাও দুধের দাগ
নরম পেয়ালায় কচি অন্ধকার …

তিন.

একটা শব্দ কবিতার গালে গালিব হচ্ছে
আর গলে যাচ্ছে বন
বসন্তও …

 

বিস্ময় 

আকর্ষণ ততোটাই যতটা চলে যাবার পর ফিরে আসা সড়ক
আমি অতীত বিছাই
ভিজে যায় তানপুরার রং

ঠোঁটে ঘর মেলছে এক টুকরো শহর ও তার জ্যামিতি
টানা ভরদুপুর
কালো ঘোড়া আলোর উষ্ণতা পেরিয়ে শব্দ হচ্ছে
জানালায় জানালায় নীল পতাকার রক্ত ……

 

সাঁকো

অলীক পেরিয়ে যতদূর ব্যক্তিগত অরণ্য
পুরোটাই ম্যানুয়াল
ব্যবধান ততো ও নয় যত সুই ও সুতোর যাবতীয়
শিকারি হ্যারিকেন সেলাই করে নিচ্ছে আঁতুড়ঘর
ঘর আসলেই হুক খোলা সেফটিপিন !!!

 

হাইব্রিড

পিয়ানোর ক্লাসে মেঘের মৌখিক আর শরীর হয় না
খয়েরি আগুনের চূর্ণ উঠোন পেরিয়ে ঢেউ
স্যাচুরেশন!
জল নুয়ে গেলে আকাশে যত গঙ্গা তারও বেশি সারস ওড়ে ওড়ে শ্যাম্পেন
যুদ্ধ আঁকছে আলাহিয়া বিলাবল
যেটুক বিলাবল সেটুকই হাম্বীর
শর্ট …

সংকোচ

নড়ে ওঠা শব্দের তাপে চুড়ির টুংটাং ,
পানীয় হতে হতে রাই
নষ্ট ঘুম বিছানার আমিষ জড়িয়ে দৃশ্য
ঘরের হাফ টার্ন!
আলো ওড়াই আর ঘুরে যায় যা কিছু–
টিপের শীতে বড় হতে থাকা রাতের মার্জিন …

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ