প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
ব্যর্থ চাঁদ ডুবে যায়
তমোঘ্ন রাতে
বৃষ্টি ভেজা নদী একাকী জাগে রাত
সোনালী ধানের শিষে শিশিরের ঘাম
স্পষ্ট আলোয় খুঁজি জলের প্রপাত
বিবর্ণ রাত্রির গর্ভে এঁকে দেয় কেউ
গোলাপী সূর্যের টিকা
মন্ত্রপুতঃ চৌকিঠ পেরিয়ে খুঁজি
উলু আর এঁয়োতির শাঁখ
ভয়াল সংগ্রাম চলে নীল সাগরের তীরে
বাক্যহারা আমি বসে থাকি একা
স্মৃতি আর শপথ নিয়ে ধূ ধূ বালুচরে৷
না ছুঁয়েই পাখি উড়ে যায় দূরে
যেমন সরে যায় আকাশের তারা
একাই থাকি আমি আর একাই ভাবি
মনে হয় আমি পথহারা৷
ভিজে গেছে চেনা পথ
কান্নার নোনা জলে
হারিয়েও খুঁজি আমি তাকে
ভাঙা নদী কূলে৷
ভুল পথে চলে গেছে পথিক
পদচিহ্ন এঁকে
গাছের পাতা আর ধূলোর মিতালিতে
স্মৃতিটুকু রেখে৷
ঝড়ো রাতে পাখি যদি ফিরে আসে
এক বুক বাতাসে
লিখে রাখি নাম তার
অজানা পথের পাশে৷
বিবর্ণ পাংশু দিয়ে সাজাবো
বাসর তার
দুঃখের রাত্রি শেষে ঘুচে যাবে
আঁধার আবার৷
এক সময় চৌকাঠ ছিল ঘরে
চৌকাঠ ডিঙিয়ে ঢুকতাম তোমার হাতটি ধরে
তোমাকে দেখতাম কিছুক্ষণ পরে
আমাদের এজমালি উঠোনে
কিংবা হাসনুহানার বাগানে৷
এখন এমন উঠোন নেই কোথাও
ঘরের গায়ে দেওয়াল শুধু গ্রাম শহর মফঃস্বলে
স্নানের পুকুরে হাইব্রিড মাছের চাষ
রাতের শহরে মদমত্ত বন্যদের ত্রাস
এখন আর চৌকাঠ নেই কারো দোরে
চৌকাঠ ডিঙিয়ে ঢুকতে হয় না ঘরে
আমায় কেউ করে না শাসন করে না বারণ
আমাকে এবার বরং চৌকাঠ দিও ঘরে
সব দেওয়াল ভেঙে যাক গাছের শিকড়ে৷
একটা রাত শুয়ে কাঁদে একা
দিন রাত খুব কাছাকাছি
যেন সাজিয়ে তাদের রাখা৷
বারান্দা তো ভীষন ছোট
তবুও উঠোন খুঁজি ঘরে
গুমরে ওঠে মন যে আমার
গা-পুড়ে যায় জ্বরে৷
সিলিঙে এখন আঁধার ঝুলে
ভালোবাসা হাই তোলে
সব কিছু আজ থমকে গেছে
পাই না খুঁজে তাকে
ভালোবাসা আঁতুড় খোঁজে
মধ্যরাতে৷
আঁধার চুঁইয়ে জ্যোৎস্না ঝরুক
আলোর ফুল ফুটুক
হারিয়ে যাওয়া দিনগুলি সব
আবার এসে জুটুক৷
ফিরবে না বলেই সে আসেনি আর
তবুও প্রতিক্ষায় তার
চলে গেছে সে বহু দূরে
সীমানা পেরিয়ে হয়ে ভবঘুরে
চাঁদের হ্যারিকেনে খুঁজি তাকে
সবুজ যেখানে লেপটে থাকে
বিপুল ক্ষুধার আগুন জ্বালিয়ে
সে চলে গেছে দূরে
মাটির ফাটল যেখানে
আছে হা করে৷
অভিমানে সে চলে গেছে
ভিন দেশে দূঃখে
এবার একটু উষ্ণতা
দিও চোখেমুখে৷
সে ফের আসুক ফিরে
এই মুলুকে
আলো আর
বিদ্যুতের চমকে৷
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..