প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সুখানুভূতি
সুখানুভূতি মেরে এনেছে।মাল খাওয়ার পরে।
এদিকে টাল খাচ্ছে হাওয়া।উড়ে যাচ্ছে আমপাতা।ইমামবড়ার ভক্তিপূর্ণ আবহাওয়া।
আমরা আবার বসে পড়ব।কোথাও কি ভালো মদ নেই।গলা ভিজিয়ে নেওয়ার মতো?
অনমোল হীরা পায়া আজমের কি গলিমে
ভোর হবে।আনাসাগরের হাওয়ায় তুমি হয়তো চুল শুকিয়ে নিলে।
ছেড়ে দিলে কি অপরাধ হবে?কেউ বলতেই পারে বেগানা মর্দের সামনে এটা ঠিক?
আনাসাগরের হাওয়া।আজমের কি গলি
পাহাড় জলের গান গাইলে, আমরা উল্টো বসে পড়ব রাস্তায় সাবরি ব্রাদার্সের মতো সাভেরে সাভেরে!
হাল
খাক হয়ে উড়ে যাওয়ার আগে কাছে আসো।
হাল হোক।একটু ঢেলে নাও।মৌজ লাগবে আবহাওয়ায়।
শরিয়ত বিসর্জন দেওয়ার মতো
আমরা আবার হাতে গলিয়ে নেব গ্লাভস বা গ্লাস।
ইয়েটসের স্মৃতি
চঞ্চল হয়োনা।সোয়ান্স।
উড়ে যাওয়ার আগে গেড়ি গুগলি
ছুঁয়ে নিয়ো।
সাদা কচুরিপানার স্রোতে ভেসে আসা নগ্ন নারীশরীরের কিবা লাজ কিবা মরে যাওয়ার আফসোস!
তুমি জানো?তোমার প্রেমিক হাঁস জানে ?
ডিসেম্বর,চুমু এঁকে দাও।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..