শঙখচিল
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
আমার কবিতায় আবার ফিরে আসছে
. হাসপাতাল
এবার ভুমিকাবদল কর। সাঁতারু হাঁস
. হও।
তোমার মুখে কেবলই খেলে বেড়ায় মায়া
আমি ডেটলের গন্ধের পাশে তোমাকেই তো
. দাঁড়িয়ে থাকতে দেখি
তোমার হেঁটে যাওয়াটাও কিন্তু ম্যাজিকের
. মতো
তোমার চুল বাদামী হচ্ছে
তুমি শেষ বিকেলে ঘোড়াদের আদর
. করছো
তোমার গমরঙের ত্বকে ঘাম জমছে
বৃষ্টিতে ভিজছে শান্ত হাসপাতাল
সিরিঞ্জ হাতে এগিয়ে আসছে মধ্যমেধার
. নার্স
কেমন থমকে যাচ্ছি তোমার শ্বাসকষ্টে এসে
কুড়োতে থাকি ভুল রাস্তায় রেখে আসা পুরোনো
. ছবি
খানিকটা সেগুনবাগান।
প্রখর গানগুলি দানা দানা বৃষ্টির মত নেমে
. আসে
তোমাকে দীর্ঘ কবিতার অংশ বলেই তো মনে
. হয়
কখনো খোঁপা বেঁধেছো ছোট
. চুলে!
অভিমানগুলি আগুনে পুড়িয়ে দিলেও
আজকাল দায়িত্ব নিয়েই কথা বলি
ভয় নেই,তোমার কণ্ঠার হাড়ে কখনোই ঠোঁট ছোঁয়াতে
. চাইবো না
তোমাকে ভালোবাসি সে তো চূড়ান্তরকমভাবে
. সত্যি
কিন্তু আমাদের ভালোবাসা বাজারচলতি কোন
. হিট সং নয়
নিজেদেরকে প্রবল পালটে দিচ্ছি আমরা
তোমার চোখে ভরসা রাখি
আমিও তোমার কাছে গুহাচিত্র
ভয়ের জঙ্গলে দাঁড়িয়েও তোমার মুখ আমাকে
. তাড়া করে
কি অসম্ভব আলো এনে দিলে
কথা দিলাম হেমন্তের অপেলবাগানের ভেতর
ঠিক একদিন তোমাকে এনে দেবো
. হাতির দাঁতের চিরুণী
ধওলাঝোরার জলে পা ডুবিয়ে আমি দেখি
. বৃষ্টিতে ভিজছো তুমি
হাতিপোতার রাস্তা থেকে ভুটান পাহাড়ের গায়ে
. ঝুলে থাকা মেঘ দেখা যায়।
লেপার্ড-এর লুকোচুরির গল্প
তোমার জন্য জমিয়ে রেখেছি
তন্ত্রমন্ত্রের ওড়নায় জড়ানো তোমার
. মুখ
লালপুল থেকে শুনি কোথাও সাইরেন
. বাজছে
পুরোনো কুয়োর পাশে তুমি এক খোলস ফেলে
. আসা সাপ
জানি আমাকে অসহ্য মনে হচ্ছে।
বিরক্তিকর দুপুরের মত মনে
. হচ্ছে
দু’হাতে মুখ ঢাকছো। আর
কোলের কাছে টেনে আনছো
. হারমোনিয়াম
মুখভরতি বসন্তের দাগ নিয়ে মাটির পুতুল নিয়ে
. আমি তোমার দিকেই যাচ্ছি
শঙখচিল অসীম নীলাভ শূন্যতায় নির্ভার মেঘপুঞ্জের মত উড়ছে শঙখচিল, শিল্পিত ছন্দে পাখায় গেঁথে শূন্যতার…..
বুনো শুয়োরের উৎপাত, ধমনীর শিরায় এখনও নিবিড় ভাবে বয়ে যায় চেঙ্গিস-হিটলার-হালাকু খান। শরীর থেকে ধীরে…..
যতই আমায় বৃষ্টি বাদল স্বপ্নে এসে দেখা ; তোর মতো মিথ্যা বলতে পারবো না ……..
অপেক্ষার বৃক্ষ প্রতীক্ষার ফুল তন্দ্রাহতের মতো জেগে থাকি হাওয়ার পেরেকে একাকী এ-ফোঁড় ও-ফোঁড় দায়মুক্ত আয়ু…..