বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
হিউরনের ঢালে গিয়ে পৌঁছুতে
আকাশ জুড়ে একলা এক চোখ!
আচম্বিতে চোখাচোখি,
জংলার আড়ালে
ক্রমেই উঠছিল তেতে
সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে
বুঝি ঘাড় ঘোরালেই
লাফিয়ে পড়বে, ব্যগ্র থাবায়
চিরে দেবে বুক –
রক্তের গাঢ় দোয়াত হয়ে যাবে
হিউরনের হিম হিম জল
নির্ভয়ে নিষ্পলক
ইশারা পাঠাই তাকে –
আগে তুই মাটিতে নেমে আয়!
গাড়িজানালার পাশ ঘেঁষে
মাইল মাইল তেড়ে আয়,
ফিরে চল বাংলাদেশের ঘাসে;
তারপর চিৎ হয়ে
আকাশ দেখার
রূপোলী অবকাশে,
বুক চিরে দেবার সহজ অভ্যাসে
বাংলার মাটি তোর হাতে
লাল-সবুজে পতপত
উড্ডীন পতাকা।
===============
হিউরনের পাড়ে পূর্ণিমা
ওহাইও।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..