হিউরনের পাড়ে পূর্ণিমা

নূপুর কান্তি দাশ
কবিতা
হিউরনের পাড়ে পূর্ণিমা

হিউরনের ঢালে গিয়ে পৌঁছুতে
আকাশ জুড়ে একলা এক চোখ!
আচম্বিতে চোখাচোখি,
জংলার আড়ালে
ক্রমেই উঠছিল তেতে
সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে

বুঝি ঘাড় ঘোরালেই
লাফিয়ে পড়বে, ব্যগ্র থাবায়
চিরে দেবে বুক –
রক্তের গাঢ় দোয়াত হয়ে যাবে
হিউরনের হিম হিম জল

নির্ভয়ে নিষ্পলক
ইশারা পাঠাই তাকে –
আগে তুই মাটিতে নেমে আয়!
গাড়িজানালার পাশ ঘেঁষে
মাইল মাইল তেড়ে আয়,
ফিরে চল বাংলাদেশের ঘাসে;
তারপর চিৎ হয়ে
আকাশ দেখার
রূপোলী অবকাশে,
বুক চিরে দেবার সহজ অভ্যাসে

বাংলার মাটি তোর হাতে
লাল-সবুজে পতপত
উড্ডীন পতাকা।

 

 

===============

হিউরনের পাড়ে পূর্ণিমা
ওহাইও।

নূপুর কান্তি দাশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক। পরবর্তীতে নতুন দিল্লীস্থ জওহরলাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন মলিকিউলার বায়োলজিতে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানে গৱেষণা করছেন। বিশ্বাস করেন অনুভূতি ও স্বপ্নের সৎ অনুবাদই কবিতা। সমসাময়িক সব কবির লেখা তুমুল আগ্রহ নিয়ে...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..