দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
হিউরনের ঢালে গিয়ে পৌঁছুতে
আকাশ জুড়ে একলা এক চোখ!
আচম্বিতে চোখাচোখি,
জংলার আড়ালে
ক্রমেই উঠছিল তেতে
সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে
বুঝি ঘাড় ঘোরালেই
লাফিয়ে পড়বে, ব্যগ্র থাবায়
চিরে দেবে বুক –
রক্তের গাঢ় দোয়াত হয়ে যাবে
হিউরনের হিম হিম জল
নির্ভয়ে নিষ্পলক
ইশারা পাঠাই তাকে –
আগে তুই মাটিতে নেমে আয়!
গাড়িজানালার পাশ ঘেঁষে
মাইল মাইল তেড়ে আয়,
ফিরে চল বাংলাদেশের ঘাসে;
তারপর চিৎ হয়ে
আকাশ দেখার
রূপোলী অবকাশে,
বুক চিরে দেবার সহজ অভ্যাসে
বাংলার মাটি তোর হাতে
লাল-সবুজে পতপত
উড্ডীন পতাকা।
===============
হিউরনের পাড়ে পূর্ণিমা
ওহাইও।
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..