প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
হিউরনের ঢালে গিয়ে পৌঁছুতে
আকাশ জুড়ে একলা এক চোখ!
আচম্বিতে চোখাচোখি,
জংলার আড়ালে
ক্রমেই উঠছিল তেতে
সন্ধ্যার সাথে পাল্লা দিয়ে
বুঝি ঘাড় ঘোরালেই
লাফিয়ে পড়বে, ব্যগ্র থাবায়
চিরে দেবে বুক –
রক্তের গাঢ় দোয়াত হয়ে যাবে
হিউরনের হিম হিম জল
নির্ভয়ে নিষ্পলক
ইশারা পাঠাই তাকে –
আগে তুই মাটিতে নেমে আয়!
গাড়িজানালার পাশ ঘেঁষে
মাইল মাইল তেড়ে আয়,
ফিরে চল বাংলাদেশের ঘাসে;
তারপর চিৎ হয়ে
আকাশ দেখার
রূপোলী অবকাশে,
বুক চিরে দেবার সহজ অভ্যাসে
বাংলার মাটি তোর হাতে
লাল-সবুজে পতপত
উড্ডীন পতাকা।
===============
হিউরনের পাড়ে পূর্ণিমা
ওহাইও।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..