প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
সঙ্গম অপেক্ষা প্রিয় হয়ে উঠে যন্ত্রণার নিকষ
কালো রঙ—মৈথুনে শিশ্নডগায় উত্থিত লাভা
প্রত্যাখ্যান কোরে, সাহসী ঘোড়া বেছে নেয়
দণ্ডিত শব্দসুখ।মূলত কবিতা—প্রিয় নারীদের
চেয়েও ঐশ্বর্যে মোড়া হিরকযোনী।
মহাসঙ্গীতে মিলন কাতর আত্মা — শব্দঘুমে
ব্যতিব্যস্ত শয্যায়। আঙুলে লেগে থাকা যৌনমদ,
গুহাচিত্রকরের শব জেগে উঠে লবনক্ষেত।
মগজে নষ্ট ঘুম — ভ্রষ্ট এক নারীর উরুর ঘাম,
পাখি পেড়িয়ে যায় বোহেমিয়ান রোদ,
অন্ধ মাকড় জলশায় রূপ বদলে ঘাতক খাদ।
সিঁড়ি ভাঙা বাতাস মায়াসাপ হয়ে জড়িয়ে
ধরে নিথুয়া পাথার — এক ঘুমন্ত সিসিফাস
উত্থিত হয়ে, জীবন বইতে চায় পাহাড় পাহাড়
দৌড়।
কবিকে শূয়র বলে গালি দিলেও, কবি মানুষ মানুষ করে চিল্লায়,
অন্ধকার পাশে এসে বসে, — চেটে দ্যায় পা ;
য্যানো জড়ো হয় ঘুম দুচোখের
বিক্ষোভে,— কবি ঘুমায়না।
কবিই সুন্দরবন
আঘাত গুলোকে বুকে রেখে, কলংকে চড়ায় সমুদ্রগামী মেট্রোরেল।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..