আপ্লুত রজনী
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
সঙ্গম অপেক্ষা প্রিয় হয়ে উঠে যন্ত্রণার নিকষ
কালো রঙ—মৈথুনে শিশ্নডগায় উত্থিত লাভা
প্রত্যাখ্যান কোরে, সাহসী ঘোড়া বেছে নেয়
দণ্ডিত শব্দসুখ।মূলত কবিতা—প্রিয় নারীদের
চেয়েও ঐশ্বর্যে মোড়া হিরকযোনী।
মহাসঙ্গীতে মিলন কাতর আত্মা — শব্দঘুমে
ব্যতিব্যস্ত শয্যায়। আঙুলে লেগে থাকা যৌনমদ,
গুহাচিত্রকরের শব জেগে উঠে লবনক্ষেত।
মগজে নষ্ট ঘুম — ভ্রষ্ট এক নারীর উরুর ঘাম,
পাখি পেড়িয়ে যায় বোহেমিয়ান রোদ,
অন্ধ মাকড় জলশায় রূপ বদলে ঘাতক খাদ।
সিঁড়ি ভাঙা বাতাস মায়াসাপ হয়ে জড়িয়ে
ধরে নিথুয়া পাথার — এক ঘুমন্ত সিসিফাস
উত্থিত হয়ে, জীবন বইতে চায় পাহাড় পাহাড়
দৌড়।
কবিকে শূয়র বলে গালি দিলেও, কবি মানুষ মানুষ করে চিল্লায়,
অন্ধকার পাশে এসে বসে, — চেটে দ্যায় পা ;
য্যানো জড়ো হয় ঘুম দুচোখের
বিক্ষোভে,— কবি ঘুমায়না।
কবিই সুন্দরবন
আঘাত গুলোকে বুকে রেখে, কলংকে চড়ায় সমুদ্রগামী মেট্রোরেল।
কৈশোরের এক রাজকন্যা অভিভূত পৃথিবীতে এখনও অনন্যা অবাক জানায় অনুভবে আছি স্মৃতির মৌমাছি আমাদের মায়াবী…..
ভালো আছো, ভুলে আছো একটাই আঙুল একটাই সেতার যতোবার সুর তুলি তোমার নাম ততবার একটাই…..
প্রতীক্ষিত প্রেম চোখের চাহনিতে গভীর প্রণয় অন্তরে তৃষ্ণা সুধায়, একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে প্রতীক্ষার অন্তিম…..
মাঝরাতে বেড়াবার একদিন মাঝরাতে ঘুরে বেড়াবার ইচ্ছা হলো আঁধারে কপাল ঠুকে বেরিয়ে পড়লাম সটান দূরের…..