হ্যালুসিনেশান

রোমান জাহান
কবিতা
Bengali
হ্যালুসিনেশান

হ্যালুসিনেশান

রোদে পুড়ে পুড়ে পরির্চচা-বিহীন
মেঘের মত অভিমান জমে- প্রেমহীন;
সময় ছিঁড়ে যায়, বয়স মরে যায়
আমৃত্যু পতনের ধ্বণি, আর্ত অসহায়
ফোঁটা ফোঁটা বৃষ্টিধারা
প্রত্যাশার পিপাসা
হ্যালুসিনেশানে চেয়ে থাকে
জীবন-জন্মের আশা

 

শুনছি

শুনেছি, কেউ কেউ নাকি ডাকে
কাশফুল ঘেরা নদীর বাঁকে
পেরেকবিদ্ধ পাখিদের ঘ্রাণ
বালকের বিষণ্ন বাসস্থান
তবুও অপেক্ষায় থাকে
বন্ধুর আড্ডার
মুখচ্ছবিগুলোর ধ্রুপদী সমাচার
প্রতিক্ষণই দিয়ে যায় নির্দেশ-
বিশ্বাসের সমতলে
বিষাদের পাদদেশ
পুর্নবার জন্ম-প্রার্থণায় স্থির
অন্ধকারের মত হাহাকার-
স্মৃতির মত বধির

 

বিদায় বিদায়

কবেকার খড়কুটো মত
টুকরো টুকরো অন্ধকার অবিরত
রোদে কাঁপন ধরায়
শুনসান বারান্দায়-
অন্তর্লীন যাত্রায়
ভ্রমণের ছিপছিপে কার্নিশে
মৃত্তিকার ঘ্রাণ
বাঁজখাই পাথরের সমান
বিবর্ণ ঝুলে-
শূন্যতার সমাবেশে ;

প্রস্থানের মনস্তাপে,
নতজানু বিধান
থরথর কাঁপে,
স্রোতে স্রোতে চলে যাওয়া
ঠেকাতে পারে না
সকৌতুক হাওয়া;

মাটি-ছোঁয়া থেকে দুরে
বয়সেরা ঝুঁকে পড়ে-
রোদ উধাও
দেবদ্রোহী শোভাযাত্রা
শোকগাঁথার বার্তা
পড়ে থাকে রাস্তায়-
বদ্ধ দরোজার ভোজসভায়-

ফাঁকা পথ, পথিকহীন
ফসিলের স্তদ্ধতা রাত্রি-দিন
বটতলার কন্ঠস্বরে
অনাহুত অন্ধকারের ঘরে
ঘিরে রয় নীরবতার সুর-

বুকের ভেতর প্রতি সন্ধ্যায়
দ্বিধার ছায়ায় ভয়গুলো লুকায়-
নিজেরই অজ্ঞাতে নিজেকে খুঁড়ে চলে
নানা অছিলায়
স্পষ্ট হয়ে উঠে… বিদায়, বিদায়

 

স্বায়ত্তশাসন

এলোমেলো স্মৃতি আর
ম্লান সেই বাড়ী
ডাক দেয় বুনো মেঘে, জমাট পাথরে
ঘোরলাগা অন্তর্লীন চরাচরে
যতবার যেতে চাই, ততবারই ফিরি-
ততবারই অপ্রাপ্তির হাতুড়ি
আঘাত করে অনবরত-
জল্লাদের মত
একটু সময়, অবনত হৃদয়
এখনও বহমান অশরীরী
রোদ্দুরের শাড়ি, জোছনার চুড়ি
শালবন, পাহাড় পেরিয়ে
তিলঘুঘুর উদ্বাস্তুতা বেয়ে
দ্রুত মিশে যায়
শুশ্রূষাহীন হাওয়ায়
দীপ্তিমান বিদায়ের মত
বেদনা ও বিষাদের ক্ষতি-ক্ষত
আওড়ায় অভিমানী পদাবলী
আর সুবিদিত দৃশ্যাবলী

আমাদের ভালোলাগাগুলো
শহরের কাকের সাথে উড়ে
ব্রতচারীর উপচারে-
সহ্যক্ষমতার ভেতরে
তবু কবেকার চোখ জোড়া
তাকিয়ে থাকে
ভালোবাসার স্বায়ত্তশাসনের ওপরে।

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ