অনুভব

রোমান জাহান
কবিতা
Bengali
অনুভব

স্মৃতিগুলো

স্মৃতিগুলো যেন ধ্যানী দরবেশ
প্রার্থণার বুদ্বুদে
সম্মোহনী অবশেষ ;
আচ্ছন্ন দৃষ্টির টানা-হেঁচড়ায়
থেমে যায়,
প্রতীক্ষায় –
বিস্মৃত বিনিময়ের অন্তরালে
করোটিতে
নক্ষত্রের আগুন জ্বলে
অনুগামী প্রহরগুলো পুড়ে
কবেকার শাদামাটা, আলাভোলা
মাধ্যমিক জীবনের ভেতরে
অনুভব
অনুভবের কিশোর রাগ
আমার ভেতর রেখে যায়
ভাঙনের গাঢ় দাগ
যা কিছু জানি 
যা কিছু জানি
মায়া বা ছায়ার হাতছানি
নিরুপায় বিশ্বাসের দিনেরাতে
ভাষার ক্ষত, শব্দের রক্তক্ষরণ
গণিত বা রসায়নের সাথে
সধূম চায়ের জীবন
হাওয়ায় মিলিয়ে যায়
রূপান্তরিত একাকিত্বতায়-
আমৃত্যু সময়ের জোয়ালে
বিস্ময়-বিরোধী মিছিলে
উদ্বাস্তু চোখ
পূর্বপুরুষ বিমুখ
হেটে চলে
স্পন্দনহীন বিকেলে

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

কবুতর

কবুতর

অগ্নিকাণ্ড আমার চৌহদ্দিতে ধ্বংসস্তুপের ভীড় পুনর্বার নুয়ে পড়া অতীতের তীর জীবনের মাঝপথে রেখে যায় সম্পর্কের…..