আমায় রেখো

তাইমুন পিয়া
কবিতা
Bengali
আমায় রেখো
এমন রোদন ভরা ভোর আমি আগে দেখিনি। কিসের ব্যাথা আকাশের বুকে জানতে চাইনি কখনো। আকাশ আমার একার নয়। জানতে চাইলেই সে বলবে কেন? বলতে বাধ্য নয়।
সারারাত রিমঝিম কাকে ভেবে সেই সুর রচনা করলে আকাশ – জানি জানাবেনা। সব জানায় সুখ নেই তাও জানি।অনেক কিছু অজানা থাকে এই মাটিতে ওই আকাশে। আমার তো নিজেকেই জানা হয়নি – মন।
মন তুমি যাই বলো যতো দূরে গিয়ে থাকো। আসলে থাকো হৃদ অলিন্দে। মানে বুকে মন। আর মনে থাকে আকাশ সেখানে মেঘ, মেঘ জমাট হয়, ঝরে, সরে যায়। আলো আসে। সূর্য উঁকি দেয়।
শুরু হয় দিন,  শেষ হয়। রাতে আসে। এ কি কেবল শুরু আর শেষের খেলা মন? তবে আমি কই?
আমি থাকতে চাই সকালের শালিক চড়াই কাকের কলকলানিতে। বাঁচতে চাই তোমার থেকে রং নিয়ে। তারপর না হয় মেঘ দেখবো। কান্না মুছিয়ে দেবো নয়তো সাথি হবো। আমায় রেখো।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

কবুতর

কবুতর

অগ্নিকাণ্ড আমার চৌহদ্দিতে ধ্বংসস্তুপের ভীড় পুনর্বার নুয়ে পড়া অতীতের তীর জীবনের মাঝপথে রেখে যায় সম্পর্কের…..