একি অনাসৃষ্টি

রুদ্র অয়ন
কবিতা
Bengali
একি অনাসৃষ্টি

 

একি অনাসৃষ্টি

নিত্য পণ্য
উর্ধ দাম
মন তার ভালো নেই,
বাজারেতে
যেতে যে হবে
পকেটেতো টাকা নেই!

ব্যাগ হাতে
ধরিয়ে দিয়ে
বউ তাকে তাড়া দেয়,
জীবনের
কষ্টগুলো
শুধু তাকে নাড়া দেয়।

সবজি বা
মাছ মাংস
কিনতে যে লাগে ভয়,
নেতাদের
বসত বাড়ী
কেবলি যে পাকা হয়।

গরীবের
নেতারা হায়
কোথা পায় এতো টাকা,
সাধারণ
জনগনের
পকেট যে হয় ফাঁকা!

নেতারা কি
বোঝে রে ভাই
জনতার কি কষ্ট,
উনারা তো
ঠিকই খান
পোলাও মাছ গোস্ত!

লুটপাট
খুন ধর্ষণ
বেঁচে থাকা বড় দায়!
অপরাধী
যেই-ই হোক
কঠিন সাজা যে চাই।

ঠকবাজে
ছেয়েছে দেশ
একি রে অনাসৃষ্টি,
শীত কালে
পৌষ মাসেও
নামে যে ঘোর বৃষ্টি।

 

তুমি আজ অন্য কারো

তোমার আমার
বিচ্ছেদের
কতোটা সময়
কতোটা দিন মাস বছর
পেরিয়ে গেছে তবু আজ
জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?

তোমাকে বুঝি আজও
কেউ ভাত মেখে খাওয়ে দেয়?

নিজের বুকের পাঁজর জ্বালিয়ে
আজও হয়তো তোমাকে
আলো দেয় কেউ।
হয়তো নিজের কষ্ট সয়েও
তোমাকে সুখি দেখতে চায় কেউ।

রাগ করে গ্লাস ভাঙার
অভ্যাসটা রেখেছো নাকি,
পুরোনো দিনের মতন।

চটপটি, ফুচকা আর
তেতুল পানি এক চুমুকে
খাও বুঝি আগের মতোই।

এখনো কি
রিক্সা করে ঘুরে ঘুরে
শহর দেখো প্রিয়জনকে নিয়ে।

এখনও কি বকবক করো
আগের দিনগুলোর মতো,
কথার ঝুঁড়ি যেন শেষ হয়না
অথচ মানুষটি কোথায়
হারিয়ে যায় তাই না বল!

হয়তো চলছে
সবই আগের মতন,
শুধু আমার স্থানটি
দখলে নিয়েছে অন্য কেউ!

আমার ভাবনায় কেবলই তুমি

তোমার কথা মনে হলেই
অদ্ভুত বিমুগ্ধতায়
ডুবে যাই তোমার ভাবনায়।

কল্পলোকে ভাসতে থাকি
তোমায় নিয়ে।

কখনও তোমার
খোলা চুলের ঢেউ দেখি,
কখনোবা বিনুনি বাঁধা চুলে
গুঁজে দেই সদ্য ফোটা নীলপদ্ম।

নীল শাড়ীতে তুমি অনন্যা
লালে তুমি অপ্সরী,
হলুদে স্বপ্নচারিণী হয়ে
ঘুরে বেড়াও হৃদয় রাজ্যপটে।

কান পেতে শুনি তোমার চুড়ির
রিনিঝিনি আওয়াজ
কখনও চোখ বন্ধ করে শুনি,
তোমার নূপুরের ধ্বনি!

তোমার লজ্জারাঙা হাসি
ঢেউ তোলে আমার হৃদয় সাগরে।

তোমার আলতো স্পর্শ
আমায় ভালোবাসার তৃষ্ণা
বাড়িয়ে দেয়!

আমার হাতে যদি থাকে তোমার হাত
আমি তোমায় নিয়ে চলতে পারি
সারাটা জীবনের শতসহস্র পথ।

আমি হারাতে চাই তোমাতে
ভেসে যেতে চাই তোমার
অথৈ প্রেমের সাগরে প্রেয়সীতমা।

বহুদিন আমি একা একা

কতো দিন দেখিনা তোমায়
তুমিও আর
রাখোনা কোনও খোঁজ।

মাঝে মাঝে বড় রঙহীন লাগে
রঙিন এই জগতটাকে!
ছুঁয়ে যায়না আর
হৃদয়ের ক্যানভাসে
পূর্ণিমা চাঁদের আলো।
আমি বহুদিন একা একা।

দেখা হয়না আর
গোধূলি বেলার রং
দেখা হয়না আর
সবুজ প্রকৃতি।
নিজেকে বড় বিবর্ণ লাগে
আজকাল।
বহুদিন রাঙেনি
আমার বিকেল,
শত সহস্র দিন
আমার কেটেছে একা একা।

আমি বহুদিন দেখিনা তোমায়
তুমি একবারও করোনি খোঁজ।

গোধূলি আকাশে
ভেসে যাওয়া মেঘের মত
আমি হয়েছি যাযাবর!

কতোদিন আমি
পাইনা তোমায় স্পর্শ
শুধু রেখো গেছো
স্মৃতিময় কষ্টের যত আয়োজন!

আমি বহুদিন
স্পর্শ পাইনা তোমার!
বহুদিন আমি একা একা।

রুদ্র অয়ন। কবি।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

অহমিকা

অহমিকা

অহমিকা আত্মগরিমায় আজ অন্ধ হয়ে আছো, বিবেকের দংশনে মননে নেই বিশ্বাস। কর্মে ব্যস্ততা সময়ের আবর্তে…..