প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
কখনই যেতে পারবো না-
তবুও কৈশোরে যাবো বলে
অবচেতনের মর্মমূলে
মাঝে মধ্যে উড়াই
ফিরে আসার ধূলি
সময়ের ক্ষয়িষ্ণু সিকি-আধুলি
স্বপ্নহীনতার ঘরময়
রেখে দ্যায়
স্মৃতি-নদী ভাঙনের ভয়
হেমন্তের ফসলী ক্লান্তি
প্রস্থানের অলঙ্ঘ্য নীতি
নিজেরই পূর্ণতা জন্ম দ্যায়
ধান কাটা মাঠে-
গোধূলির চৌকাঠে;
নদী, নীলিমা, পাথর
জনশূন্য পড়ে রয়
শঙ্খচিলের মতন
নিয়তিবিহীন নিয়তিময়!!
কিশোরের অদৃশ্য ইতিহাসে
মেঘের মুখ ও
নীলিমার মুখোশে
ক্রমাগত দীর্ঘায়ু উড়ে;
জোছনার হাড়-গোড়ে
অসহায় তাকিয়ে রয়
হু হু দৃষ্টির
জলহীন দু’চোখ-
খাঁ খাঁ বিরান বিস্ময়-
শূন্যতার শোক
ইচ্ছের অন্তর্গতে এখন
ইচ্ছেরা থাকে না,
বুকের বা পাশে টানপোড়েন
কিংকর্তব্যবিমূঢ় বনলতা সেন
কেবলই দ্বিধান্বিত হয়ে যায়
বোঝা দায়
বিভ্রান্তি না বিপন্নতায়
বসে থাকে মাছরাঙা প্রত্যাশায়
দৈব দয়ার তাড়নায়
প্রোথিত মেধার মর্মমূলে
অবিশ্বাসী ঘাম ভুলে
বসে থাকে যাত্রাবিরতিতে
তুরুপের পক্ষাঘাতে
কখনওবা নিয়তির সাপ-লুডুতে
হা-ভাতে অবয়ব প্রহরে
জলকন্যার জলজ জগতে
নক্ষত্রহীন চরাচরে
তুমিহীন তুমিময়তা
ধু ধু প্রান্তর দীর্ঘতা
যেটুকু আমি বয়ে বেড়াই
বিষাদ মানে স্রেফ তাই।
অথচ এখনও কেউ কেউ ডাকে
কবেকার ইচ্ছের সম্মুখে
অতীতের সুখদ আমাকে
টেনে নিয়ে যায়
অচেনা বোধের এক
মায়াবী নদীর কিনারে
হারিয়ে যাওয়া বউ কথা কও সুরে
অষ্টপ্রহর ডেকে যায়
জেব্রার প্রাচীন ডোরাকাটায়
নিশ্চল দাড়ায়-
স্মৃতির অমল শরীরে।
এখনও কারো কারো কিশোরী দৃষ্টিপাত
আনে কৈশোর সূর্যোদয়, তাপস প্রভাত
টেনে নেয় মন্দাকিনী চৌমাথায়
আত্মজীবনীর আঙিনায়
অনাহারী বিড়ালের মত ঘুরতে থাকে
জানায় তাকে
সবুজ গাছ গাছালীর অরণ্যে
সে নেই, যে ছিল কোন এক প্রাচীনে
যে আছে, সে ছিল না কোনকালে
পত্রালীহীন বৃক্ষের খাঁ খাঁ বনাঞ্চলে
এখন কিছুই দেখি না
দেখার যন্ত্রণা
অনিদ্রায় জেগে থাকে
কিশোরী, তোমাকে
ভাসিয়ে দিয়েছি
স্মৃতির বেনোজলে
লাট্টুর মত নিয়তি ঘুরছে
দ্বিধার করতলে
অবিশ্বাসী অলৌকিকে
দুলছে জীবন
ম্যাজিসিয়ানের সুতোয়
এক শালিকের শোকে
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..