মেঘেদের কথা

আশিস ভৌমিক
কবিতা
Bengali
মেঘেদের কথা

মেঘেদের কথা

সব মেঘ বৃষ্টি ঝরিয়ে বুক খালি করে দেয় না ,
সব মেঘ ফসল ফলায় না ।
কিছু মেঘ বুকে জমিয়ে রাখে আগুন ।
তারপর, এলোমেলো হাওয়ায় দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক !
একসময় সমস্ত দগ্ধ প্রেম গলে পড়ে নাম না জানা কোনোও এক দ্বীপে ।
এরপর তাতে আর আগুন থাকে না ; শুধু খোঁজে আশ্রয় !
সদ্য বয়ঃসন্ধির সাদা চিকন্ মেঘ ,
ভালবাসার চিঠি বুকে বয়ে বেড়ায় নীল আকাশের গায়ে
দখিন সমীরণে তারা পাখা মেলে পৌছে যায়
বিরহী প্রেমিকের কাছে ।
আবার কিছু মেঘ নিদাঘ বেলায় আকাশের ক্যানভাসে ছবি আঁকে
কনেদেখা আলোয় রঙ তুলির সুক্ষ টানে সাজিয়ে দেয় প্রিয় মুখ
তারপর, কনকাঞ্জলি শেষে স্তব্ধ সন্ধ্যায় সব মুছে ফেলে রাতের অন্ধকারে ।
আর আমি দেখি সেই মেঘ , যারা জোৎস্না মাখে ।
চাঁদের সঙ্গে লুকোচুরি খেলে কাটিয়ে দেয় সারাটা জীবন ।।

 

ঘন ঘোর বরষায়

আকাশ আজ নকশি বিহীন জমাটি মেঘের ঠাস বুনন
বাউল বাতাস সঙ্গী যে তার নিম্নচাপের আমন্ত্রণ ।

নাছোড়বান্দা বৃষ্টিকণা আজকে ভীষণ রিদিমিক
দিনটা যে আজ সাদা পাতার ওম সোহাগে ভরিয়ে দিক ।

মুখ ধুয়ে যায় কুচি জলে ভেজা মনের ব্যালকনি
বাদল হাওয়ায় পাতায় পাতায় করছে কীসব কানাকানি।

চোখ চলে যায় দুরে কোথাও জানলা জোড়া ক্যানভাসে
‘ এমনও বরষা ছিল সেদিন ‘ কার মুখটি ভেসে আসে ?

নেপথ্যে ঠিক সূর্য হাসে তাঁর ইশারায় যযমানি
আমরা ভাবি বৃষ্টিরা সব মেঘের কাছেই হয় ঋণী ।

ভোর ছুঁয়ে যায় গোধূলি বেলা ঝাপসা আলোয় দিগ্বিদিক
ঘরটা যেন জলটুঙি আর আমরা সবাই নস্টালজিক ।

না হয় নিলাম ছুটি ছুটি আজকে রেনি হলি ডে
গীতবিতান মেহেদী হাসান নিখিল ব্যানার্জি মান্না দে ।।

খেয়ালি মেঘের প্রতি

 

ভাসিয়ে দিলাম প্রেমের চিঠি
এলোমেলো ঐ হাওয়ার টানে
জানিনা তা পৌছবে কোথায়
কার আকাশে গহন মনে
কে জানে !
কে জানে মেঘ খেয়ালি এখন
উড়ু উড়ু মন রক্তে মাতন
পড়বে ভেঙে কোন দহনে সংগোপনে
কার হৃদয়ে কিসের টানে
কে জানে !
মেঘ যে এখন অভিসারী
রোদের সঙ্গে খেলছে আঁড়ি
কোন মুলুকে পড়বে ঝরে তেপান্তরে
কার বুকেতে এলোচুলে
কে জানে !

 

সঘন বাদল দিনে

ঈশান কোনে মেঘ জমেছে
মুখ ঢাকে ঐ রাঙাকাশ
মাতাল এ মন চাইছে পেতে
তোমার সাথে বৃষ্টিবিলাস ।

আকাশ ভেঙে বৃষ্টি নামুক
ঝাপসা করুক দিগ্বিদিক ।
বর্ষাতি প্রেম গায়ে নিয়েই
মনটা তোমার সঙ্গ নিক ।

গুরু-গুরু মেঘ টাপুর-টুপুর
শ্রাবণ ধারায় সুরতাল
জানলা খুলে অলস দুপুর
তোমার জন্যে মন কাঙাল ।

বৃষ্টি ভেজা দীঘল পাতায়
মাতাল করে সুবাতাস
মদিরা মন যায় ভেসে যায়
চাইছে এখন সহবাস ।।

আশিস ভৌমিক। কবি ও শিক্ষক।  জন্ম ৫ এপ্রিল ১৯৭৪ খ্রিস্টাব্দ; ভারতবর্ষের পশ্চিমবঙ্গরাজ্যের পূর্ব মেদিনীপুর। সুরেন্দ্রনাথ কলেজ থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক। শিক্ষকতার ফাঁকে ফাঁকে সাহিত্য চর্চা। প্রকাশিত বই: 'কবিতা জন্ম' (কাব্যগ্রন্থ)।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..