বেড়াল প্রিয় মেয়েটি

ওয়াহিদার হোসেন
কবিতা
Bengali
বেড়াল প্রিয় মেয়েটি

বেড়াল প্রিয় মেয়েটি

বেড়ালের গন্ধে সিঁড়ি উঠে গেছি স্বর্গালোক।সেখান থেকে নেমে আসার একমাত্র রাস্তা সেই পাইনগাছ।

আমি অনেকদিন ভেবেছিলাম একটা দীর্ঘ ঊ এঁকে দেব দুপুরের গা’য়,যেভাবে টিফিন সেরে বাচ্চারা স্কুল থেকে ফেরে।

ম্যাডাম বাড়ি ফিরে দরজা খোলে।আগন্তুকদের জিগ্যেস না করেই একদিন বৃষ্টি আসে
সেই মেয়েটি তুমুল ভেজে

তার তার প্রেমিক সুখে আছে। বেচে থাকার জন্য যৌনতা ভীষণ প্রয়োজন।
বাড়ি ঘর টাকা পয়সা আর বউ।সেক্সি শাড়ির ভেতর আরেকটা নাদুস বেড়ালের যাতায়ত

 

কাজীর হাঁট

যেন মনে হয় কাজীর হাঁটে হারিয়ে যাই!

ডুডুয়ার ফেনিভ গন্ধ লেগে আছে আমার হাতে
মোচারু খালুদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে

কতদূর নৌকা?

কতদূর পারাপারের উৎসব

অথচ তেমন মাঝি পেলাম কই!

নৌকার ফুটো দিয়ে খুচরো জল উঠছে
বাটি দিয়ে ছেকে ফেলা হচ্ছে সেই জল

ডুডুয়া পার হলেই চির কাঙ্ক্ষিত কাজীর হাঁট!

 

ওয়াহিদার হোসেন। কবি। জন্ম ১৯৮৬, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের আলিপুরদুয়ার জেলার দক্ষিণ খয়েরবাড়ি রাঙ্গালিবাজনায়। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্যে। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক। চাকরি করছেন ডুয়ার্সের এক প্রত্যন্ত চা বাগানের প্রাথমিক স্কুলে। প্রকাশিত বই: 'মধ্যরাতের দোজখ যাপন' (কাব্যগ্রন্থ, ২০১৩) এবং 'পরিন্দা' (কাব্যগ্রন্থ,...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..