প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অযাচিত দীর্ঘশ্বাস
অহেতুক বাহানায় একটু দেখার অসুখটা
উপশম হয়নি বিন্দুমাত্র,
কেবলই আয়ুষ্মতী হচ্ছে দিনেকে-দিন।
যেন নরম আধাঁরে আধিপত্য বিস্তার করা
কাপালিক জোছনা।
শত আলোকবর্ষ দূরের নক্ষত্রের মতো
স্পর্শে নেই, দৃষ্টি সীমানায়ও নেই তুমি।
অথচ আমার অনুভবে দিব্যি বিরাজ করো
অযাচিত সুখের অসুখ হয়ে।
অব্যক্ত কাব্য
সংসর্গ আর সান্নিধ্যের অভাব হলে,
নিত্যামোদে কিছুটা ভাটা পড়ে হয়ত–
জীবন মুদ্রার এপিঠ ওপিঠ পাল্টায় না,
বেহাত হয় না কখনো আন্তঃসীমানা।
প্রিয় মুখখানি দেখার আকাঙ্ক্ষা হলে,
জান্তব ব্যথার নিগূঢ় আড়ম্বরে–
বিরহী ঘুঙুর বাজে মনের জলসাঘরে,
আষাঢ়িয়া মেঘ জমা হয় অভ্যন্তরে।
না-বলা কথারা যদি দাপিয়ে বেড়ায়,
বুক-পাঁজর চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
অব্যক্ত কথাদের দুর্মর কষ্টের বাহারে,
সচল দেহেতে মন ঠিক মরে যায়।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..