দ্বি

রোমান জাহান
কবিতা
Bengali
দ্বি

দ্বি

স্মৃতির শোরগোলে
স্মৃতিস্তম্ভের ছায়াতলে
থরথর কাঁপে অতীত
স্বপ্নের বনানী বদলে দেয়া শীত
আদিগন্ত শূন্যতার ফাঁকে
ইচ্ছের চারিদিকে
করে আধেক নির্মাণ
সম্মোহিত মায়ার সমান
স্বপ্নান্ধ শহরের ক্ষয়
ছড়িয়ে দ্যায় মায়ার সংশয়-
আয়ুর ক্রমাগত ক্ষয়ে যাওয়া
যা হারিয়েছে
কেবল তাকেই চাওয়া

দুই

প্রতিদিন সত্য, প্রতিদিন দুঃখ গাঢ়
প্রতিদিন দোমড়ানো, মোচড়ানো আরো
অর্থহীন সন্ধ্যার মত বিতৃষ্ণ অন্ধকার
অসম্ভব বিশ্বাসে লুকিয়ে রাখে
নিষ্ফলা প্রত্যাশার ।

 

কখনও

কখনও একা একা
কখনও কথাহীন-
নিস্তব্ধ কাহিনী
গাঁ ছমছম অনুভব
মনস্তাপ, গ্লানি
অনিচ্ছ্বা সত্ত্বেও
নিরুপায় বয়ে বেড়াই
রাত পার হয়
পড়ে থাকে শুধু এ্যাসট্রে আর ছাই

রোমান জাহান। কবি। জন্ম বাংলাদেশে গারোপাহাড়ের পাদদেশে জেলা শেরপুর। পড়াশুনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা হিসেবে নিয়েছেন আইনকে। প্রকাশিত বই: ‘কেবল ক্ষয়ে যাওয়ার কাহিনি’ (কাব্যগ্রন্থ), ‘কষ্ট আছে ক্যাকটাস নেই’ (কাব্যগ্রন্থ, প্রকাশের অপেক্ষায়)

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ফ্রেম

ফ্রেম

দেবী না পরিণীতা রাতটা একা থাকে এবং নিঃসঙ্গ অন্ধকার মানে রাত; তাহলে অন্ধকার নিজেও একা…..

সীমানার শর্ত

বিজ‌য়ের সব মুহূ‌র্তেই… তার অ‌ধিকার! কেন্দ্র হোক আর কেন্দ্রা‌তিগ ব‌লের আসন; কেউকেউ বোরকায় রমনীয় স‌ঙ্গানুসঙ্গের;…..