প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
দ্বি
স্মৃতির শোরগোলে
স্মৃতিস্তম্ভের ছায়াতলে
থরথর কাঁপে অতীত
স্বপ্নের বনানী বদলে দেয়া শীত
আদিগন্ত শূন্যতার ফাঁকে
ইচ্ছের চারিদিকে
করে আধেক নির্মাণ
সম্মোহিত মায়ার সমান
স্বপ্নান্ধ শহরের ক্ষয়
ছড়িয়ে দ্যায় মায়ার সংশয়-
আয়ুর ক্রমাগত ক্ষয়ে যাওয়া
যা হারিয়েছে
কেবল তাকেই চাওয়া
দুই
প্রতিদিন সত্য, প্রতিদিন দুঃখ গাঢ়
প্রতিদিন দোমড়ানো, মোচড়ানো আরো
অর্থহীন সন্ধ্যার মত বিতৃষ্ণ অন্ধকার
অসম্ভব বিশ্বাসে লুকিয়ে রাখে
নিষ্ফলা প্রত্যাশার ।
কখনও
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..