দীর্ঘশ্বাস
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
দ্বি
স্মৃতির শোরগোলে
স্মৃতিস্তম্ভের ছায়াতলে
থরথর কাঁপে অতীত
স্বপ্নের বনানী বদলে দেয়া শীত
আদিগন্ত শূন্যতার ফাঁকে
ইচ্ছের চারিদিকে
করে আধেক নির্মাণ
সম্মোহিত মায়ার সমান
স্বপ্নান্ধ শহরের ক্ষয়
ছড়িয়ে দ্যায় মায়ার সংশয়-
আয়ুর ক্রমাগত ক্ষয়ে যাওয়া
যা হারিয়েছে
কেবল তাকেই চাওয়া
দুই
প্রতিদিন সত্য, প্রতিদিন দুঃখ গাঢ়
প্রতিদিন দোমড়ানো, মোচড়ানো আরো
অর্থহীন সন্ধ্যার মত বিতৃষ্ণ অন্ধকার
অসম্ভব বিশ্বাসে লুকিয়ে রাখে
নিষ্ফলা প্রত্যাশার ।
কখনও
ভালো নেই ভালো নেই ধূসর সন্ধ্যা বিষণ্ন বিকেল, চারিপাশ ভালো নেই কফির কাপ পথের ধুলো…..
প্রেমের কবিতা যা কিছু পাষাণ, মনে হয় আঁশ বটিতে কুচি-কুচি করে কাটি পালানো ঘাতক সময়…..
তর্জমা স্নানে শুচি হবার পর বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নিচে দোলনাচেয়ারে ছড়িয়ে বসা কিছুটা…..
হয়তো একদিন অস্তিত্বে খুঁজে আত্মপরিচয় নিভৃতে অপেক্ষার প্রহরে এ মন ভালোবাসার রূপালী আলোয় রাঙা মুখ…..