প্রতীক্ষিত প্রেম

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
প্রতীক্ষিত প্রেম

প্রতীক্ষিত প্রেম

চোখের চাহনিতে গভীর প্রণয়
অন্তরে তৃষ্ণা সুধায়,
একপলক দৃষ্টি আকুলতার নিঃশ্বাসে
প্রতীক্ষার অন্তিম বেলায়।

কাকভেজা বৃষ্টি পুলকিত কায়া
অভিমানের তীর বুকে,
নিস্তব্ধতায় একমুঠো সুখের প্রার্থনা
ছলনায় স্বপ্ন লুকায় দুখে।

 

রাঙা ভোর

রবি আলো ঝিলিমিলি শাখা ভরে ফুলে,
সবুজের ছায় দূর নীলিমায় বাতায়নে খুলে।
পাখি ডাকে সুরে গানে চারিদিকে ভাসে,
গোলাপ বেলি সন্ধ্যা সকাল স্নিগ্ধ ছোঁয়ায় হাসে।

নদী জলে টলোমলো মাঝি বাদাম তুলে,
মাটির গন্ধে মাতাল এমন প্রেমে থাকে ভুলে।
তরুলতায় ঝিরি বাতাস বইছে আপন মনে,
শাপলা শালুক লুকোচুরি জলের ছলে ক্ষণে।

তৃষ্ণা সুধায় বনের কোকিল শ্যামা দেখে চেয়ে,
অলি ছুটে মধু লুটে পুষ্প বাগে পেয়ে।
সূর্য ডুবে অস্তরাগে আঁধারে পথ হেঁটে,
কুলোর বলদ কাঁদছে সাঁঝে গাদার মতো খেটে।

কুঞ্জবনে মুখরিত আকাশ নীলে সাজে,
মেঘের খেয়ায় নাও ভাসিয়ে চলছে পথের ভাঁজে।
কুকুর ডাকে বিড়াল মশাই আপন খেয়ায় ভেসে,
সূর্যিমামা বলছে কথা কানের কাছে এসে।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..