বিদায়

সাজিয়া আফরিন
কবিতা
Bengali
বিদায়

বিদায়

জীর্ণদেহে নিঃশ্বাসে দমবন্ধ লগ্ন
অস্তিত্বে মৃত্যুর করালগ্রাস,
নিঃশব্দে দু’ফোঁটা অশ্রু বিসর্জন
আলিঙ্গনে সিক্ত তোমায় অভিলাষ।

নিষ্ঠুর পৃথিবী মিথ্যে বন্ধন
নিমিষে অচেনা ভাবনায়,
মৌনতায় না বলা কথার ভিড়ে
অজানা গন্তব্য ঠিকানায়।

মায়া ভরা দুটো হাত চেয়ে চেয়ে দেখি
আজ যেন নিরলস পথচলা,
মৃত্যুর স্বাদ করেছে গ্রহণ
বিবর্ণে বিষাদ ছায়া ঢাকা মায়া।

 

প্রথম ভালোবাসা

মেঘগুলো ভাসে দূরে অজানায় হারাতে
আমি ডাকি ইশারায় ছুটে আসো আমার পানে
গগনের নীলিমায় সাদা রঙে আলো ছড়ায়
নিস্তব্ধ একা আমি তোমার অপেক্ষায়
দূর পবনে খুঁজে মন অজানা ভালোবাসা
ভয় পেয়ে থমকে দাঁড়ায় মেঘেরা পাহারায়
এক ফালি সুখ তুমি আমার ছোট জীবনে
সাদা মেঘ হয়ে দাও ধরা অধরে নিভৃতে।
পাখি হয়ে উড়ে যাই তোমাদের মধ্যখানে
চারদিকে জয়গান প্রেমের ছোঁয়ার স্বপ্ন
দোদুল্যমান ঢেউ খেলে মায়াবী লুকোচুরি
সাগর পাহাড় নদী কাগজের টুকরোর মতো
আলো রাঙা ঝলমলে রোদ চোখে ছায়া
দূর পবনে নীল আকাশ দিয়ে যায় ইশারা
শুধু রোদ্দুরে চেয়ে থাকি নির্বাক দৃষ্টিতে
হাত বাড়িয়ে ছুঁতে চাই তোমার ঠিকানা।

সাজিয়া আফরিন। কবি। জন্ম বাংলাদেশের গাজীপুর জেলায়।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..