সুজান মিঠির কবিতা

সুজান মিঠি
কবিতা
সুজান মিঠির কবিতা

 

 

খুকু ও বর্ষা

কূল ছাপানো আকাশ পথে           বর্ষা থরে থরে,
মনের বাতাস কড়া নেড়ে             ডাকে ব্যস্ত ঝড়ে।

দোদুল দোলে ইচ্ছেশাখা             ঝর্ণা মনে নাচে,
ছোট্ট তিতির মুখ ধুয়ে যায়           আয়না জলের কাঁচে।

ফুলের গায়ে গন্ধ নতুন।             সোঁদা রঙে ধোয়া,
কচি পাতায় প্রথম আদর            বর্ষা গানের ছোঁয়া।

আদর ছড়ায় ধানের ক্ষেতে          খুকুর মনেও বেশ,
এঁকেছে সে প্রথম খাতায়            বর্ষা মাখা দেশ।

কিন্তু পাখি কাঁপছে দেখি             ভেঙেছে যার বাসা,
খুঁজছে ভিজে ছোট্ট কুটো            আবার বাঁচার আশা।

খুকুর খাতায় সেও আছে            বাঁধছে নতুন ঘর,
পাখি যে তার দুয়োরানী             বর্ষা সুয়ো’র বর।

একটু পরে হাসবে সবুজ           বর্ষা আকাশ ঘরে,
দুয়ো রানী সুয়ো হবে               খুকুর খাতার পরে।

 

সেদিন রাতে

সেদিন রাতে তোমার সাথে
চাঁদ মেখেছি সারা,
অঙ্গ জুড়ে আলোর সুরে
গানে পাগল পারা।
বাঁশ বাগানে আপন মনে
শেয়াল খানিক ডাকে,
তোমার ছায়া রাতের মায়া
আজকে ছবি আঁকে।
স্বপ্ন হয়ে ছিলে চেয়ে
সেদিন চাঁদের রাতে,
আজ ছবিটা ফুলেল ফোটা
রাত্রি, তোমার সাথে।

 

সুজান মিঠি (ছদ্মনাম)। আসল নাম সুজাতা মিশ্র। ছদ্মনাম সুজান মিঠি; এই নাম আসলে কয়েক জন বন্ধুদের দেয়া। বাবা-মায়ের দেয়া নাম সুজাতা মিশ্র। মা মিঠু মিশ্র ও বাবা কাশিনাথ মিশ্র। ‘নুন আনতে পান্তা ফুরোনো’ পরিবারে জন্ম সুজাতা মিশ্রের ইং ১৯৮৭ সালের সেপ্টেম্বর...

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..