বেশরম
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
কূল ছাপানো আকাশ পথে বর্ষা থরে থরে,
মনের বাতাস কড়া নেড়ে ডাকে ব্যস্ত ঝড়ে।
দোদুল দোলে ইচ্ছেশাখা ঝর্ণা মনে নাচে,
ছোট্ট তিতির মুখ ধুয়ে যায় আয়না জলের কাঁচে।
ফুলের গায়ে গন্ধ নতুন। সোঁদা রঙে ধোয়া,
কচি পাতায় প্রথম আদর বর্ষা গানের ছোঁয়া।
আদর ছড়ায় ধানের ক্ষেতে খুকুর মনেও বেশ,
এঁকেছে সে প্রথম খাতায় বর্ষা মাখা দেশ।
কিন্তু পাখি কাঁপছে দেখি ভেঙেছে যার বাসা,
খুঁজছে ভিজে ছোট্ট কুটো আবার বাঁচার আশা।
খুকুর খাতায় সেও আছে বাঁধছে নতুন ঘর,
পাখি যে তার দুয়োরানী বর্ষা সুয়ো’র বর।
একটু পরে হাসবে সবুজ বর্ষা আকাশ ঘরে,
দুয়ো রানী সুয়ো হবে খুকুর খাতার পরে।
সেদিন রাতে তোমার সাথে
চাঁদ মেখেছি সারা,
অঙ্গ জুড়ে আলোর সুরে
গানে পাগল পারা।
বাঁশ বাগানে আপন মনে
শেয়াল খানিক ডাকে,
তোমার ছায়া রাতের মায়া
আজকে ছবি আঁকে।
স্বপ্ন হয়ে ছিলে চেয়ে
সেদিন চাঁদের রাতে,
আজ ছবিটা ফুলেল ফোটা
রাত্রি, তোমার সাথে।
বেশরম কি কঠিন ছিলো, ডুব সাঁতারের রুদ্ধ দম তোমাকে ভুলেছি ঠিক এক বেশরম- আবার পড়েছি…..
একি অনাসৃষ্টি নিত্য পণ্য উর্ধ দাম মন তার ভালো নেই, বাজারেতে যেতে যে হবে…..
পাশের রাস্তাতে তিন জন্মের লাশ ; অনিয়মহীন এভাবেই একক অপার্থিব অশরীর ৷ উল্টোদিকে আমি…..
পাষাণের প্রেম বিকট স্তব্ধতায় সুনিপুণ সীমানা প্রাচীর তুলেছ, বেসামাল ভালোবাসার জাগতিক জায়নামাজে। প্রার্থনার গতিরোধ করো…..