হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা

হরিৎ বন্দ্যোপাধ্যায়
কবিতা
হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা

রোদ্দুর আঁকতে আঁকতে

রোদ্দুর আঁকতে আঁকতে
ছেলেটি রোদ্দুরের গল্প করত

মেঘলা আকাশে
ছেলেটির হরিণ সরলতা
এলোমেলো দাগ কাটতো
সেই দাগ বরাবর
আকাশ জুড়ে ভেসে উঠতো
রোদ্দুরের চোখ, কান, হাত, পা

আকাশমুখো ছেলেটি এখন
রোদ্দুর পায়ে হেঁটে বেড়ায়।

 

তোমার মতো করে

কিছু কি বলতেই হবে?
না বললেও তো হয়

তুমি বুঝে নাও
তোমার মতো করে

আমার গল্প একতরফা
এক কোণ থেকে বলা

তুমি ঘুরে ঘুরে দেখো
আমার সব দিক খোলা

যেখানেই কাহিনী নড়বড়ে
জানবে সেখানেই কিছু চাপা

ঢাকনা খুলে আমার গল্প
তোমার মতো করে করে সাজিয়ে নাও।

এই বিভাগের অন্যান্য লেখাসমূহ

ঝরা পাতা

ঝরা পাতা

  চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..