নাগরিকত্ব
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
রোদ্দুর আঁকতে আঁকতে
ছেলেটি রোদ্দুরের গল্প করত
মেঘলা আকাশে
ছেলেটির হরিণ সরলতা
এলোমেলো দাগ কাটতো
সেই দাগ বরাবর
আকাশ জুড়ে ভেসে উঠতো
রোদ্দুরের চোখ, কান, হাত, পা
আকাশমুখো ছেলেটি এখন
রোদ্দুর পায়ে হেঁটে বেড়ায়।
কিছু কি বলতেই হবে?
না বললেও তো হয়
তুমি বুঝে নাও
তোমার মতো করে
আমার গল্প একতরফা
এক কোণ থেকে বলা
তুমি ঘুরে ঘুরে দেখো
আমার সব দিক খোলা
যেখানেই কাহিনী নড়বড়ে
জানবে সেখানেই কিছু চাপা
ঢাকনা খুলে আমার গল্প
তোমার মতো করে করে সাজিয়ে নাও।
আমার ধ্বসে যাওয়া কাদামাটি দিয়ে তুমি গড়ে নিলে তোমার নতুন ঘরের স্তম্ভ আমার স্বপ্নের…..
নিজেদের ভেঙে পড়া ঝনঝনানি শব্দে প্রতিটি ভোর হয়। ভাঙা টুকরোগুলো নতুন অবয়বে জুড়ে দেয়ার…..
অচেনা আমি হতাশার নোনাজল ঢেউ খেলে হৃদয়ের আঙিনায়। ভাঙনের সুর মাতাল অগ্নি ঝরা সায়াহ্নে আঁধার…..
তোমায় নিয়ে বাঁচি একদিন আমাদের পৃথিবীটাকে সূর্যসমেত গিলে খাবে একটা কালো বিন্দু সেদিন কি পুরো…..