প্রক্সি
তারপর ইলেকট্রিক বিল জমা দিতে যাবো। আমার দেরি হবে আসতে। স্বামী অমর বলে, ঠিক আছে।…..
দুষ্ট লোকে বলে মাছ নাকি একটা হাবাগোবা প্রাণী। তার নাকি কিছুই মনে থাকে না। সেকেন্ডের ভেতর ভুলে যাওয়াই স্বভাব। তাই তাকে পানির ভেতর বিরতিহীন এলোমেলো সাঁতরাতে দেখা যায়। আচ্ছা, আমিও তো কিছু মনে রাখতে পারি না। আমি কী তাহলে মৎস্য প্রজাতির কাছাকাছি? মাথার সিটি স্ক্যান করলে দেখা যাবে খুলির এক কোনে বহুদিন ফ্রিজে পড়ে থাকা শুটকে যাওয়া, টোপ খাওয়া বাতাবিলেবু আকারের কী যেন একটা পড়ে আছে। ঘিলু বলতে সর্বসাকুল্যে সেটুকুই। কী ভয়ানক! নিজেকে নিয়ে আজকাল কেমন যেন একটা ধূসর সন্দেহ হয়। তারপরও মনকে সান্ত্বনা দিই এই বলে যে মনে রাখার ক্ষমতা আর বুদ্ধি তো আর এক বস্তু না। স্মৃতিশক্তি ‘দুব্বল’ হলে কী আসে যায়। বুদ্ধিতে তো হলেও হতে পারি শিয়াল পণ্ডিত। কিছুই বলা যায় না।
স্মৃতিগত দিক দিয়ে মাছের কাছাকাছি কিনা জানি না, তবে আপাতত ডাঙায় তোলা কই মাছের মত অবস্থা। নতুন চাকরি। খাবি খাচ্ছি। সপ্তাহ নাম্বার দুই চলছে। অফিস বিল্ডিঙের কোন দরজা দিয়ে ঢুকবো আর বের হবো, সেটাও এখনো আয়ত্তে আসে নি। আর প্রায় তিরিশ দেশের একশো পঞ্চান্ন জন সহকর্মীর নাম-চেহারা মনে রাখা তো বহু দিনের মামলা। তার ওপর আমার সমস্যা আছে, কোন মানুষকে টানা সপ্তাহ তিনেক না দেখলে তার চেহারা মনে থাকে না। তাই এক সকালে অফিসে ঢুকে ইরানি ফারজাদকে আফগানি সাঈদ ভেবে সরল মনে বললাম, ‘হ্যালো সাঈদ, মর্নিং’। নকল সাঈদও খুব সহজভাবে উত্তর দিলো, ‘এই তো ভালো, তুমি কেমন, সাবরিনা?’। তার তিন দিন পর কফি বানাতে অফিসের কিচেনে ঢুকে দুজনকে একসাথে গল্প করতে দেখে বুঝতে পারলাম যে আমি তাদের নাম-চেহারা উল্টে ফেলেছি। এতখানি ভুল করা কীভাবে সম্ভব, মাথায় আসলো না। সাঈদ আর ফারজাদের উচ্চতায় বিশাল পার্থক্য। তার ওপর একজন শ্যামলা, আরেকজন ফর্সা। সবচেয়ে বড় ব্যাপার হল সাঈদের ব্যাকব্রাশ করা চুলের সাথে একটা কেতাদুরস্ত ঝুঁটিও আছে। এত ফারাকের পরও আমার মনে হত এরা দুইজন একই লোক আর তার নাম সাঈদ ছাড়া আর কিছুই হতে পারে না।
নিজের স্মৃতিশক্তির শক্তিমত্তার ওপর সন্দেহ জন্মানো শুরু করলো যখন হাতেগোণা জনাকয়েক ভারতীয় পুরুষ সহকর্মীদের সবাইকে নির্বিচারে ‘ভিনায়’ (বাংলা উচ্চারণে ‘বিনয়’ আর কী) বলে ডাকা শুরু করলাম। অথচ তাদের নাম ভিনায়, ভিনোদ আর অশ্বিনী। ওদিকে পর্তুগিজ এক কলিগ যার পূর্বপুরুষ খুব সম্ভবত ভারতীয় হবে, তাকেও ভিনায় বলে ডাকলাম বেশ কিছুদিন। তারপর একদিন সে অতিষ্ঠ হয়ে এসে বলল, ‘আমার নাম কিন্তু রিকার্ডো, তুমি বোধহয় কোনো ইন্ডিয়ান কলিগের সাথে গুলিয়ে ফেলছো।’ খুব লজ্জিত হয়ে দুঃখ প্রকাশ করলাম। উত্তরে ভালো মানুষ রিকার্ডো এক গাল হেসে তার অফিসে ফেরত গেলো।
আরেক সহকর্মী অ্যাংলো ইন্ডিয়ান সেবাস্টিয়ানকে দিনকয়েক ভুল করে শিবেন বলে ডেকেছি। একদিন করিডোরে দেখা হলে বললাম, আরে শিবেন, কেমন আছো? এই বুধবারে লাঞ্চ করবে নাকি একসাথে? সে ভড়কে গিয়ে বলে বসলো, শিবেনটা কে? আমি তো সেবিন, সেবাস্টিয়ান থেকে সেবিন। আমি যথারীতি থতমত খেয়ে চুপসে গেলাম। কোথায় অ্যাংলো ইন্ডিয়ানের বংশধর সেবাস্টিয়ান হোসে ওরফে সেবিন আর কোথায় শিবের সেবায়েত শিবেন!
নাম মনে রাখতে না পারার এই রোগ আমার বহু পুরানো। তখন মাত্র পিএইচডিতে ঢুকেছি। একই ল্যাবে মাস্টার্সের থিসিস করতে এসেছে এক চাইনিজ ছেলে। আমার কাজে সে টুকটাক বেশ সাহায্য-টাহায্য করে। আরো একটা চাইনিজ ছাত্র আছে- পাশের ল্যাবের। আমার মত পিএইচডি করতে এসেছে। মিউনিখ এসে রিসার্চ সেন্টারের যেই ডর্মে উঠেছি, সেও সেখানে উঠেছে। আমি তিন তলায় থাকি, আর সে থাকে চার তলায়। প্রায়ই আমরা ডর্মের কাছের স্টেশন থেকে এক সাথে বাস-ট্রেন ধরি। একথা সেকথায় বেশ কেটে যায় পথটুকু।
মুশকিলটা হল মাস দুয়েক পর। এক সকালে ল্যাবে গিয়েছি। দুই চাইনিজও মহা ব্যস্ত যে যার এক্সপেরিমেন্ট নিয়ে। আমি হন্যে হয়ে সারা ল্যাবে কী যেন একটা খুঁজছি। কিছুতেই না পেয়ে শেষে নিরুপায় হয়ে ডাকলাম, ‘এই চ্যাং, এদিকে একটু আসবে, আমি আমার স্লাইডগুলো আর খুঁজে পাচ্ছি না। কালকে সন্ধ্যায় এই টেবিলের ওপর রেখেছিলাম।’ আমার কথা মাটিতে পড়ার সময় পেল না। দুই চাইনিজ কাজ ফেলে দৌড়ে চলে এল। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, ‘এক জন আসলেই তো চলত।’ উত্তরে দুই চাইনিজ ফিঁচেল একটা হাসি দিয়ে বলল, ‘কেমন করে বুঝবো কোন চ্যাং-কে ডাকলে এখন?’ আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, ‘তোমাদের দুইজনের নামই চ্যাং নাকি? কী আজব!’ উত্তরে তারা একজন আরেকজনকে কনুইয়ের হালকা গুঁতো দিয়ে একটা অপদস্থামূলক খ্যাকখ্যাক হাসি হেসে বলে উঠল, ‘গত দুই মাস ধরে তুমি আমাদের দুইজনকেই চ্যাং বলে ডাকছো। কিন্তু আমাদের কারো নামই তো চ্যাং না। আমি হচ্ছি গিয়ে জি আর ও হল শান-জ্যে, আমাদের পাশের ল্যাবের ছেলে।’ আমি মৃদু প্রতিবাদ করে বলার চেষ্টা করলাম, ‘তাহলে তোমরা আমাকে ভুলটা আগে ধরিয়ে দিলে না কেন? চ্যাং না হয়েও চ্যাং ব্যাঙ সেজে থাকার মানে কী?’ জি খুব বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, ‘ব্যাঙ কী? নাকি তুমি আমাদের একজনকে চ্যাং আর আরেকজনকে ব্যাঙ বলে ডাকতে? আচ্ছা, ব্যাঙ আবার কোনো গালি না তো?’ আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলি, ‘না না, গালি টালি না, কথার কথা আর কি। আর তোমরা কিছু মনে করো না। আমি আসলে নাম মনে রাখার ব্যাপারে একটু কাঁচা, বুঝলে।’ শান-জ্যে এবার মাথা নেড়ে হাসতে হাসতে বলল,
‘কাঁচা শুধু তুমিই না। আমার সুপারভাইজারও আমাকে চ্যাং নামেই ডেকেছে পুরো একটা মাস। আর তোমাকে আমরা কম হলেও বার দশেকবার নিজেদের নাম বলেছি। কিন্তু কাজ হয় নি। যাহোক, ব্যাপার না, এটা আমরা কৌতুক হিসেবেই নিয়েছি। আর তুমি চ্যাং বলে ডাকলে আমাদের না আসলে ভালোই লাগে।’
এই বলে দুই চ্যাং দুর্বোধ্য একটা চোখটিপি দিয়ে উল্টা ঘুরে হেলেদুলে আস্তে ধীরে যে যার কাজে ফিরে গেলো। আমি কেমন বোকা হয়ে দাঁড়িয়ে থাকলাম। কী যেন খুঁজছিলাম, এখন আর মনে পড়ছে না। আমি আমার এই মাছের মস্তিষ্ক নিয়ে কী করবো ভেবে পাই না।
তারপর ইলেকট্রিক বিল জমা দিতে যাবো। আমার দেরি হবে আসতে। স্বামী অমর বলে, ঠিক আছে।…..
নভেম্বর চলছে। অনির সাথে আজ দেখা হবে তা জানাই ছিল। এই তো ক’দিন আগেই দেখা…..
বুড়িমাসি বলেন,জীবনটা বালির ঘর গো।ঢেউ এলে ধুয়ে যায় জীবনের মায়া।তবু বড় ভালবাসা ওদের দাম্পত্যে।রোদের চাদরের…..
এক ড্রইং রুমে বসে রয়েছে সদ্য কিশোর উত্তীর্ণ তরুণ গোয়েন্দা সজীব। সামনের টেবিলে ছড়িয়ে…..