প্রেম এবং অপ্রেমের কাব্য
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
অবহেলার কুহু আর কেকা
নদীর জলে ফেলে দিচ্ছি
সবুজ ক্ষেতের নৌকো
এবার আলোর পাল তোলো
আমার আমিগুলোকে আর চাই না
চেটোয় শীতবসন্ত ঘুমিয়ে পড়েছে
স্নান ঘরে উল্টে যায় নদীর ছায়া
এখানে উপেন জামা খোলে কড়ি খোলে
খড়িমাটিতে নদীর আলতাপরা পা বানায়
মর্মে ধুয়ে ফেলে গোড়ালির আঁচড়
তবু ছলকে ওঠে লেবুর কোয়া
এই বৃষ্টির ফোঁটাকে কিশোরী ভাবি
কনখল উমা উপত্যকা ভাবি
নোনা সলতে তবু কেন উস্কে দাও
মাটিতে সারা দিনমান রাত খুলতে
থাকে ঘুঙুরের
আমাদের গড়পড়তা বেশি বেশি
একলা পাখির
চলনটাকে ধরতে চাই কেন বলো
জানি একঝাঁক চোখ ফেলে যাচ্ছো
ফসল কুড়িয়ে নেবার আঁটোসাঁটো খাঁচা
টান থাকলে বীজগণিতেরও পালক হয়
জল গিলে খাচ্ছে তার ছায়া
ঐ পুন্নিপুকুরে চাঁদ শুধু পিছলে যায়
তবু নদী ভেবে গান ভাসাই শ্রাবণ ভাসাই
ওটাই কণ্ঠি বদলের দিন
ঐ ছায়াপথে সন্ধ্যার পর খেলা শুরু
নক্ষত্র ধরে সাপুড়ে থেকে ঝাড়গ্রাম
মিহি জলের করিডোরে
শুধু চাঁদের পা ওঠা নামা
যেন পাতিহাঁসগুলো এখনো
বিশ্বাসবাগানে আছে
যেখানে জল দিয়েও ঘর তৈরি হয়
হাঁসের হলুদ পা
মেঘ গায়ে মেখে অনেক যন্ত্রাংশ খোলে
সপসপে মন উঠোন পেরিয়ে যায়
তবু চোখ নিঙড়ে নেয়
নীল আওয়াজের গাভিন সুতো
ঠোঁটে আছড়ে পড়া মিহি রোদ
এতদিনে ছোপ খোলার সময় হলো
দরোজা মুক্তোতে হাত দিতে দাও আজ
পথ গিলে খাচ্ছে নূপুর
পারাপার তোকে আঁকড়ে ধরা যায়
গুনে রাখা যায় বাসন্তী ধোওয়া
কোমর সিঁড়ির মধুশালা ভ্রুদেবতা
সে মাঠের সমস্তটাই পায়রা বাগান
আঁচ – ভরা খোলা আঙ্গুল
আজ পাল্কির বিয়ে
ব্রিজের ছায়া শহর সব ভেঙে দিচ্ছে
বৃষ্টি নিজেকে পোড়াও কেন
যে শ্রাবণ বাইরে বেরিয়ে আসতে চায়
তার ট্রেন ধরো
ফেরিঘাটের কারিগর ঢেউ ধরো
পালতোলা চোখ গান ধরেছে
মাটি আলো বাজাতে বাজাতে
কাশফুল ঢেলেছে
ভোরের পোষাক খোলো শরৎ
বুক থেকে চিঠি ঢালো ফসলের
থালায় ছাতিম অক্ষরগুলো তোমারই
নদী মচকানোর এটাই দরোজা
প্রহরীর খিদে গাছতলায় দাঁড়ায়
ছায়া খেতে খেতে রাত ছোট হয়
সুতোতে বোনা এই বাদামপাহাড়
আনন্দ শান্ত করোনা এই পাখিতে বাস
সুর পেলে আয়নাও অবাক হয়
কাঠ কাটতে কাটতে বেলা হলো
চুপ মিউট করা সাঁতার হলো বন
তবু বুক ফুরায়নাতো
জীবন বারবার নদীতেই হাত রাখে।
এ-এক প্রেমের শহর, এ-এক প্রেমের শহর, এখানকার বাতাস প্রেমের সৌরভ বয়ে আনে। হাজারো প্রেমের কলি…..
পতাকায় মিশে যায় ফেলানির নাম উড়তে থাকে কাঁটাতারে; মানুষের মনে জমে পুঞ্জিভূত ক্ষোভ বিকল্প মেঘের…..
প্রেমিক হয়তোবা তাকে আমি গড়তে পারতাম তার বুকের ভিতর এপাশ থেকে ওপাশে উল্টে নতুন একটা…..
চারিদিকে কোলাহল শূণ্যতা করেছে গ্রাস, বেদনা বিধুর অতৃপ্ত বাসনায় হাহাকার, অজান্তে নীরবতা তোমার স্পর্শে…..