অদিতি সেন চট্টোপাধ্যায়। কবি। জন্ম ১৯ নভেম্বর ১৯৭১, মুর্শিদাবাদ জেলার পদ্মাপারের গ্রাম লালগোলায়। বর্তমান নিবাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়।

মা-বাবা এবং মামাবাড়ির প্রভাবে লেখালেখি, নাটক, সংগীত ও আবৃত্তিচর্চার শুরু ছেলেবেলাতেই। ১৩ বছর বয়সে ছোটগল্প লিখে প্রথম পুরস্কার। বর্তমানে একটি অসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করছেন।

প্রকাশিত বই: 'কলঙ্ক তারার গায়ে' (২০০৬), 'মধ্যরাতে একা চাঁদ জাগে' (২০১১), 'বৃষ্টিরাতের কাছে' (২০১৬)।