অনিন্দিতা গোস্বামী। গল্পকার ও ঔপন্যাসিক। জন্ম নদিয়ার কৃষ্ণনগরে। বর্তমানে থাকেন কল্যাণীতে। বিদ্যালয় জীবনে কবিতা লেখার শুরু। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৯৫ সালে প্রথম কবিতার বই প্রকাশ। দেশ, সানন্দা, কৃত্তিবাস, কবিতাপাক্ষিক, কবি সম্মেলন ইত্যাদি নানা পত্র-পত্রিকায় কবিতা প্রকাশ। ২০০৬ সালে আনন্দবাজার পত্রিকার নবান্ন'তে গল্প প্রকাশের মাধ্যমে গদ্যসাহিত্যে আত্মপ্রকাশ। আনন্দবাজার, সানন্দা, দেশ, সাপ্তাহিক বর্তমান, সুখীগৃহকোণ, আজকালসহ অসংখ্য পত্র-পত্রিকায় প্রকাশিত প্রায় দেড় শতাধিক গল্প। আধুনিক বাংলা গল্প সংকলনসহ নানা সংকলনে স্থান পেয়েছে তার গল্প।

প্রকাশিত বই: 'নষ্ট ভোরের আলো' (কবিতা, ভাইরাস প্রকাশনী, ১৯৯৫), 'অঙ্গরাগ' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০০৯), 'হারিয়ে যাওয়া মানুষ' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১০), 'বাতাস লাগা বাড়ি' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১১), 'মধ্যাহ্নের মতো বাঁচো' (কবিতা, পত্রলেখা, ২০১১), 'শেষ নাহি যার' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১২), 'জমিন আশমান' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১৩), 'মায়াময়' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১৫), 'বিপথগামী' (উপন্যাস, করুণা প্রকাশনী, ২০১৭), 'অববাহিকা' (বৃহৎ উপন্যাস, আনন্দ পাবলিশার্স, ২০১৮), 'পঞ্চাশটি গল্প' (গল্প সংকলন, করুণা প্রকাশনী, ২০১৯), 'প্রলাপ নদীর কথা' (উপন্যাসিকা, গুরুচণ্ডালী প্রকাশনা, ২০২০)।

সম্মাননা পেয়েছেন: সাহিত্য আকাদেমি থেকে পেয়েছেন জুনিয়র রাইটার ফেলোশিপ। পেয়েছেন রেউই সম্মান, ঊষারাণী দেবী স্মৃতি সম্মানসহ নানা সম্মাননা।