অনির্বাণ সূর্যকান্ত। কবি। জন্ম বাংলাদেশের কুমিল্লা জেলায়।

লেখাপড়া করেছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে। মূলত: কবি, কবিতাই তাঁর প্রাণ। কবিতা দিয়েই তিনি পৃথিবীকে জানতে চান। বোহেমিয়ান জীবনে হেন কোন কর্ম নেই করেন নি! কৃষক হয়েছেন, মুদি দোকানের কর্মচারী হয়েছেন, হোটেলের কর্মচারী হয়েছেন, সেলুনে কাজ করেছেন, পাটির দোকান, কাপড়ের দোকান, ফুটপাত বসবাস, অন্যের গৃহে জাইগির থাকা আর এভাবেই জীবনকে উপলব্ধি করেছেন ও করার প্রয়াস করে যাচ্ছেন।

প্রকাশিত বই: