অনুপম মুখোপাধ্যায়। কবি ও সম্পাদক। জন্ম ১৯৭৯ সালের ১৭ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গরাজ্যে।
২০০৯ থেকে ‘বাক্’ ব্লগজিন সম্পাদনা করে আসছেন।
প্রকাশিত বই: 'রোদ ওঠার আগে' (কাব্যগ্রন্থ, ২০০৬), 'যার নাম অপরাজিতা সেও কিন্তু নামকরণে হেরে যায়' (কাব্যগ্রন্থ, ২০১৭), 'রুবারু' (কাব্যগ্রন্থ, ২০০৭), 'হাইওয়ে' (কাব্যগ্রন্থ, ২০০৯), 'অনুপম % মানুষরা' (কাব্যগ্রন্থ, ২০১২), 'প্রকল্প ও স্ফটিক' (কাব্যগ্রন্থ, ২০১৫), 'অনুপমের কর্মফল' (কাব্যগ্রন্থ, ২০১৭), 'গোলাপকাঠের পাইপ' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'অনুপম মুখোপাধ্যায়ের কবিতা ২০১৮-১৯' (কাব্যগ্রন্থ, ২০১৯), 'পুনরাধুনিক বাংলা কবিতা কী কেন এবং কীভাবে' (প্রবন্ধগ্রন্থ, ২০১৭), 'কর্ণ' (প্রবন্ধগ্রন্থ, ২০১৮), 'কর্ণ' (কাব্যনাটক, ২০১৮), 'পর্ণমোচী' (উপন্যাস, ২০১৮), 'বৃষ্টিকে কেউ চিঠি লেখে না' (গল্পগ্রন্থ, ২০১৬)।