অনুপম রায়। গীতিকার, গায়ক ও সুরকার। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতায়। তাঁর এই পরিচয় বাঙালি মাত্রই জানেন। অনুপম একান্তে কবিতাও লেখেন এবং তাঁর কাব্যগ্রন্থ আছে। কাব্যচর্চার পাশাপাশি তিনি গদ্যচর্চাও করে থাকেন।

প্রকাশিত বই: 'ছোঁয়াচে কলম' (কাব্যগ্রন্থ), 'মন ও মেজাজ' (কাব্যগ্রন্থ), 'আমাদের বেঁচে থাকা' (কাব্যগ্রন্থ), 'সময়ের বাইরে' (উপন্যাস), 'অনুপম কথা' (গদ্য সংকলন) ইত্যাদি।