অভিজিৎ দাশগুপ্ত। কবি।

অভিজিৎ দাশগুপ্তের জন্ম ১৯৭৬ সালে কলকাতায় এক মধ্যবিত্ত পরিবারে। এখন কবি কলকাতাতেই বসবাস করছেন। পিতা অরুণ কান্তি দাশগুপ্ত পেশায় শিক্ষক ছিলেন। পিতার অনুপ্রেরণায় বর্তমানে কবি শিক্ষকতার মহানব্রতে নিজেকে নিয়োজিত করেছেন। কবি ইংরেজি সাহিত্য নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর একে একে বি.এড, এম.ফিল শেষ করে শিক্ষাবিজ্ঞান এ দ্বিতীয়বার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিভিন্ন শিক্ষামূলক গবেষণায়রত এবং সমাজ কল্যাণের বিভিন্ন কাজে লিপ্ত। কবির প্রথম কাব্যগ্রন্থ 'Whirligig Of Life' ২০১৫ সালে প্রকাশিত হয়। ঠিক তার পরের বছর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'শূন্য এ বুকে' প্রকাশিত হয়। তার তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়।