অভিজিৎ পালচৌধুরী। কবি। জন্ম ১৬ আগস্ট ১৯৫৬ খ্রিস্টাব্দ, ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের মফস্বলে।

মফঃস্বল শহরে স্কুল ও কলেজজীবন কেটেছে। তাঁর ঝুলিতে রয়েছে নকশাল আন্দোলনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। কলেজজীবনেই লেখালেখি ও লিটল্ ম্যাগজিনের সাথে যুক্ত হয়েছিলেন। উচ্চতর শিক্ষার জন্য মফস্বল ছেড়ে কলকাতায় পাড়ি জমান ১৯৭৬ খ্রিস্টাব্দে। তারপর বিভিন্ন চাকুরী জীবন, নিজের এক্সপোর্ট ব্যবসা করা, ব্যবসা সূত্রে ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভ্রমণ। মন্দার কারণে ব্যবসা বন্ধ করে জার্মান সংস্থায় যোগদান। বর্তমানে একটি জার্মান সংস্থায় উপদেষ্টা হিসেবে কর্মরত। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি সাহিত্যচর্চা করে থাকেন।