অমিতাভ কর। কবি। জন্ম ও নিবাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যের কলকাতা।

কবি এখন পঞ্চাশে। নবাঙ্কুর নামে সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। সহজবোধ্য ভাষায় সুললিত ছন্দে সাধারণ মানুষের অনুভূতির বীণাতে ঝংকার তোলাই কবির কবিতাগুলির বিশেষত্ব। সত্তরের ওপর পত্র পত্রিকায় ও কাব্য সংকলনে কবির লেখা বেরিয়েছে।

প্রকাশিত বই: '৭ পাঁচ ভাবনারা', 'প্রেমে অপ্রেমে বিশ উনিশ', 'একতারা'।