অমিতাভ প্রহরাজ। কবি ও প্রকৌশলী। জন্ম- ১৪ ই ফেব্রুয়ারি, ১৯৭৯ ভারত। নিবাস পশ্চিমবঙ্গের কলকাতা।
প্রথাগত শিক্ষা বিই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর কম্যুনিকেশান সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট। পেশাগতভাবে বিজ্ঞাপন নির্মাতা ও কপিরাইটার। তিনি নিজেকে কবি, গদ্যকার, ঔপন্যাসিক, এইসব ভাগাভাগিতে বিশ্বাস না করে নিজেকে লেখার মানুষ ভাবতে ভালোবাসেন।
প্রকাশিত বই: 'চলো, সিঙ্গলহ্যান্ড', 'অন্য ব্যাপার', 'মিসটেক', 'কাপ্তান লাভার'।
তিনি 'বৈখরী ভাষ্য' নামক পত্রিকার সম্পাদক ও 'লেখামো' ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা।