জন্ম:১৬ আগস্ট, ১৯৬২, কৈশোর কেটেছে মালভূমি, পাহাড় ও নদীঘেরা মাইথনে।
কলকাতায় প্রথম গল্প প্রকাশিত ১৯৯৩ সালে "ঘোড়সওয়ার" ও "কবিপত্রে"। শৈবাল মিত্র ও হীরেন চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত পুরস্কারে বাধিত। উপন্যাস লেখা "কড়ি ও কোমল" এবং "নন্দন" পত্রিকায়। উপন্যাসিকা প্রকাশিত হয়েছে "আরম্ভ" পত্রিকায়।
নয়খানি বই প্রকাশিত হয়েছে, তার একটি আধুনিক সিনেমা নিয়ে লেখা।