অরবিন্দ চক্রবর্তী। কবি। জন্ম ১১ আগস্ট ১৯৮৬, ফরিদপুর জেলার অধীনস্থ ভাঙ্গা উপজেলার রায়পাড়া সদরদী'তে।

প্রকাশিত বই: 'ছায়া কর্মশালা' (২০১৫), 'সারামুখে ব্যান্ডেজ' (কাব্যগ্রন্থ, ২০১৬), 'নাচুকের মশলা' (কাব্যগ্রন্থ, ২০১৮), 'রাত্রির রঙ বিবাহ' (কাব্যগ্রন্থ, ২০১৯), 'দ্বিতীয় দশকের কবিতা' (সংকলনগ্রন্থ, ২০১৬), 'অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা' (সংকলনগ্রন্থ, ২০১৬), 'একজন উজ্জ্বল মাছ বিনয় মজুমদার' (সংকলনগ্রন্থ, ২০১৯)

লেখালিখির পাশাপাশি সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজ 'মাদুলি'।