অর্ক চট্টোপাধ্যায়। গল্পকার। পেশায় অধ্যাপক। জন্ম ও বাস ভারতের পশ্চিমবঙ্গরাজ্যে।

ভারতের আই,আই,টি গান্ধীনগরের মানববিদ্যা বিভাগে সাহিত্য এবং দর্শন পড়ান। গত পনেরোবছর ধরে বাংলা ভাষার বিভিন্ন পত্র-পত্রিকায় ছোট-বড় গল্প লিখে চলেছেন। সম্পাদনা করেছেন 'অ্যাশট্রে' পত্রিকা।

প্রকাশিত বই: 'পিং পং গন্ধ' (গল্পগ্রন্থ, ২০০৯), 'সাইজ জিরো' (গল্পগ্রন্থ, ২০১৫), 'অলিখিত হ্রস্বস্বরের সন্ধানে' (গল্পগ্রন্থ, ২০১৮), 'উপন্যস্ত' (উপন্যাস, ২০১৮)।