আইভি চট্টোপাধ্যায়। গল্পকার ও ঔপন্যাসিক। জন্ম ভারতের ইস্পাতনগরী জামশেদপুরে।

লেখাপড়া করেছেন জীববিজ্ঞানে পোস্টগ্র্যাজুয়েশন। পরবর্তীতে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে ম্যানেজমেন্ট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত। তিনি মূলত গদ্য লিখেন। ছোটগল্প, বড়গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ বিষয়ক গদ্যই তাঁর লেখার ক্ষেত্র। মোটামুটি পশ্চিমবঙ্গের সব ধরনের পত্র-পত্রিকাতেই তাঁর লেখালিখি করেন।

প্রকাশিত বই: নিরবলম্ব (উপন্যাস), আলোপাখি (উপন্যাস), অপারেশন স্বর্গদ্বার (উপন্যাস), রাতপাখি এবং অন্যান্য (গল্প), ছায়াতে আলোতে (গল্প), অনির্বাণ এবং (গল্প), নদী যেমন (গল্প), মহাজীবন (গল্প), এবং অরণ্যকথা (গল্প), পাখিপুরাণ (গল্প), রামধনুর দেশে (ছোটদের গল্প), ভাবনার নানা প্রসঙ্গ (প্রবন্ধ)।

সম্মাননা পেয়েছেন: নিউ জার্সি আমেরিকা থেকে গায়ত্রী গামার্শ লিটারারি অ্যাওয়ার্ড, শিলিগুড়ির উত্তরবঙ্গ নাট্যজগত থেকে পুরষ্কার, ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে গঙ্গা-নন্দিনী কলকাতা থেকে পুরষ্কার, বাংলালাইভ পত্রিকায় গল্পকার হিসেবে পুরষ্কার, ঝাড়খণ্ড বাংলা অ্যাকাডেমি, রাঁচী থেকে গল্পকার হিসেবে পুরষ্কার, পরম্পরা সাহিত্য সম্মান, কলকাতা আরাত্রিক সাহিত্য সম্মান, কলকাতা আরণ্যক সাহিত্য সম্মান প্রভৃতি।