আখতার মাহমুদ। জন্মস্থান- কাউখালি, রাঙ্গামাটি, বাংলাদেশ। পড়াশুনা, বেড়ে ওঠা সবই চট্টগ্রাম শহরে। পড়াশুনা- ইংরেজি সাহিত্যে অনার্স, এম.এ। বর্তমানে আইন নিয়ে পড়ছেন। একটি সরকারি সংস্থায় কর্মরত। লেখালেখিতে পছন্দের বিষয়বস্তু- মনস্তত্ত্ব, স্যাটায়ার। প্রকাশিত বইসমূহ- উপন্যাসঃ পথিক রাজপুত্র, মায়ামৃগ, স্বপ্নবন্দী গল্পগ্রন্থঃ একটি ইঁদুর বিষয়ক মিথ প্রবন্ধগ্রন্থঃ অবিশ্বাসীর মনস্তত্ত্ব।