আজফার হোসেন, পিএইচডি। তাত্ত্বিক, সমালোচক, একাডেমিক, দ্বিভাষিক লেখক, অনুবাদক এবং শিক্ষক। জন্ম বাংলাদেশ। বর্তমান নিবাস মিশিগান, আমেরিকা। পিএইচডি করেছেন ইংরেজি ও বিশ্ব সাহিত্য বিষয়ে। পেশাগত জীবনে চাকরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয়ে।

তিনি মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়, লিবারাল স্টাডিজ / আন্তঃবিষয়ক গবেষণার সহযোগী অধ্যাপক; উপাধ্যক্ষ, গ্লোবালসেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (জিসিএএস) এবং ইংরেজি, বিশ্ব সাহিত্যে, এবং আন্তঃবিষয়ক গবেষণার গর্বিত জিসিএএস প্রফেসর।

প্রকাশিত বই: