আজমত রানা। লেখক ও সাংবাদিক।

নিম্নবিত্ত ঘরে জন্ম বলে জন্মের সঠিক দিন তারিখটা তাঁর জানা নেই। লেখাপড়াটাও এগোয়নি ইচ্ছের কমতি আর অভাবের কারণে। বাংলাদেশের মানচিত্রের একেবারে উত্তরের প্রান্ত শহর ঠাকুরগাঁওয়ে শ্রমিক বাবার ঘরে জন্ম এবং বেড়ে ওঠা। বয়স আঠার হতেই নিজেকেও শ্রমিকের খাতায় নাম লিখাতে হয়। আজ অব্দি সে ঘানিই টেনে চলছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

লিটলম্যাগ দিয়েই তাঁর লেখালেখির শুরু। একটি মঞ্চ নাটক,একাধিক পথ নাটক আর বেতারে বেশ কিছু নাটক লিখেছেন। এ পর্যন্ত তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে। ২০১৭ সালের ১ আগস্ট এক ঘটনার পর তার ধারণা জন্মেছে, তিনি এ গ্রহের অভিশপ্ত, অযোগ্য, হতভাগ্য, এবং ব্যর্থ মানুষের তালিকায় নিজের নামটি লিখিয়েছেন।