আজাদ বঙ্গবাসী। সময় বিবেচনায় কবি দ্বিতীয় দশকের। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৮৮ খ্রিস্টাব্দ ঘাটাইল উপজেলার টেপিকুশারিয়া গ্রামের এক মুসলিম পরিবারে। নবম শ্রেণির উচ্চতর গণিত পরীক্ষার খাতায় কবিতা লিখে স্কুল পলায়নের মাধ্যমে তাঁর লেখক জীবন শুরু। বাবা মোঃ শামছুল হক ভূঁইয়া, মা ছাহেরা বেগম। বাংলা সাহিত্যে এম.এ. সরকারি সাদত কলেজ করটিয়া, টাঙ্গাইল থেকে। ছাত্রাবস্থায় ‘বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ’ এর আধুনিক কবিতা ও গদ্য রূপ প্রকাশ। গল্প লেখায় তাঁর হাত থাকলেও কবিতাই প্রথম পছন্দ। প্রচারবিমুখ, নির্জনতাপ্রিয় কবির লেখার প্রসঙ্গ মানুষের প্রত্যহিক জীবনধারা, জন্ম-মৃত্যু ভাবনায় মর্মিয়তা, নগরজীবন, মানব-মানবীর প্রেম, পুঁজিবাদ, পরাবাস্তবতা, গণতন্ত্র-সমাজতন্ত্র, দেশ-বিদেশের রাজনীতি, প্রভৃতি বিষয় তাঁর কবিতা শিল্পকে উৎকর্ষতা দান করেছে। তবুও পাঠকপ্রিয়তাই কবির শেষ মানদণ্ড।