আদনান সৈয়দ। লেখক ও প্রাবন্ধিক। জন্ম ঢাকা, বাংলাদেশ। পড়াশুনা করেছেন বাংলাদেশ এবং উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকা থেকে ফাইনান্স এর উপর এমবিএ করেছেন। নিউইয়র্ক মুক্তধারা বইমেলা, নিউইয়র্ক ফিল্ম সেন্টার, নিউইয়র্ক সাহিত্য একাডেমিসহ নিউইয়র্ক ভিত্তিক বিভিন্ন শিল্প-সাহিত্য সংগঠনের সঙ্গে তিনি জড়িত। পেশায় আর্থনৈতিক বিশ্লেষক এবং আইটি পরামর্শক হিসেবে কাজ করলেও নেশা তাঁর লেখালেখি।

প্রকাশিত বই: 'শিপ জাম্পার: বাঙালির আমেরিকা যাত্রা' (মুক্তধারা, নিউইয়র্ক, ২০২০), 'অ্যাকুরিয়ামের মাছ ও হলুদ প্রজাপতির গল্প' (মাওলা ব্রাদার্স, ২০১৯), 'চেনা অচেনা শহীদ কাদরী' (মাওলা ব্রাদার্স, ২০১৮), 'ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরা' (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৭), 'পূর্ব-পশ্চিমের আলো' (প্রিয়মুখ, ২০১৬), 'আমেরিকানামা' (সূচীপত্র, ২০১৫), 'জানা-অজানা রবার্ট ক্লাইভ' (সূচীপত্র, ২০১৪)।